রবিবার, ১৮ মার্চ, ২০১২

রামু উপজেলা প্রশাসনের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি

॥ রামু নিউজ রিপোর্ট ॥
রামুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে। এ উপলক্ষে  রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শহীদ মোহাম্মদ ছাইদুল হকের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় কর্মসূচীর সাথে সংগতি রেখে
স্থানীয় কর্মসূচী বাস্তবায়নের লক্ষে দিনব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালা পালানের সিদ্ধান্ত নেয়া হয়। অনুষ্ঠান সুচীর মধ্যে রয়েছে, ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩১ বার তোপ ধ্বনীর মাধ্যমে দিবসের সুচনা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সকল সরকারি ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত রামু খিজারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার, ভিডিপি, ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও শারীরিক কসরত প্রদর্শন এবং ছাত্র-ছাত্রী, কৃষাণ-কৃষাণীদের ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান, দুপুরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মসজিদে বিশেষ মোনাজাত, ক্যাং ও মন্দিরে বিশেষ প্রার্থনা, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন, বিকাল ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিকাল ৩টায় রামু উচ্চ বালিকা বিদ্যালয়ে মহিলা সমাবেশ, ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান, ৪টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান একাদশ বনাম উপজেলা নির্বাহী অফিসার একাদশের প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠান। ওই কর্মসূচী যথাযথ মর্যদায় বাস্তবায়নের লে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী ও ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, গর্জনীয়া ইউপি চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, রশিদনগর ইউপি চেয়ারম্যান আবদুল করিম, রামু আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম মন্ডল, রামু প্রেস কাব সাধারন সম্পাদক সুনীল বড়ুয়া, উপজেলা প্রকৌশলী খুরশীদ আলী চৌধুরী, রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাকের উল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক আবদুর রহিম, জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক হোছাইনুল ইসলাম মাতব্বর, আলহাজ ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আমান উল্লাহ, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক সৈয়দ করিম, উপজেলা স্কাউট সম্পাদক সুকুমার বড়ুয়া, মেরংলোয়া রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আমান উল্লাহ, রামু মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক আনম আজগর হোছাইন, রামু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক বাবুল চন্দ্র বড়ুয়া,প্রকৌশলী মোহাম্মদ ইমদাদুর রহমান, রাইসমিল মালিক সমিতির এ কে খান, উপজেলা খাদ্য পরিদর্শক মোহাম্মদ নুরুল ইসলাম, ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা সাইফুদ্দিন খালেদ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা রোকেয়া বেগম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুবির বড়ুয়া বুলু, রামু দুর্বার শিল্পী গোষ্ঠীর সভাপতি বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক পুলক বড়ুয়া, রামু চৌমুহনী ক্ষুদ্র বনিক সমবায় সমিতির সাধারন সম্পাদক সজল বড়ুয়া, রামু খিজারি আদর্শ উচ্চ বিদ্যালয় মসজিদের ঈমাম মাওলানা হোছাইন আহমদ, শব্দায়ন আবৃত্তি একাডেমী রামু’র উপ পরিচালক মানসী বড়ুয়া, ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিন, বঙ্গবন্ধু সৈনিক লীগ রামু’র সভাপতি ইউনুচ খান প্রমুখ।




এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...