॥রামু নিউজ স্পোর্টস ডেস্ক॥
ভারতের বিরুদ্ধে জয়ের জন্য বাংলাদেশ দল এবং শততম শতকের জন্য শচীন
টেন্ডুলকারকে ফুল-মিষ্টি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব
সাইফুজ্জামান শিখর শনিবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে টেন্ডুলকারের কক্ষে
শেখ হাসিনার পক্ষ থেকে মিষ্টি ও ফুল পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব
একই সময়ে তিনি বাংলাদেশ দলের ম্যানেজার জাহিদ রাজ্জাক মাসুমকে মিষ্টি ও ফুল পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকায় শুক্রবার এশিয়া কাপের একটি খেলায় ২৮৯ রানের লক্ষ্য টপকে ভারতকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ।
ওই ম্যাচেই ক্যারিয়ারের শততম শতক হাঁকান শচীন। ১৪৭ বলে ১১৪ রানের ওই ইনিংসে ১২টি চার ও একটি ছক্কা মারেন তিনি।
গত বছরের ১২ মার্চ ভারতের মাটিতে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৯তম শতক হাঁকান শচীন।