রবিবার, ১৮ মার্চ, ২০১২

শচীন ও বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফুল-মিষ্টি

॥রামু নিউজ স্পোর্টস ডেস্ক॥  
ভারতের বিরুদ্ধে জয়ের জন্য বাংলাদেশ দল এবং শততম শতকের জন্য শচীন টেন্ডুলকারকে ফুল-মিষ্টি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব
সাইফুজ্জামান শিখর শনিবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে টেন্ডুলকারের কক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে মিষ্টি ও ফুল পৌঁছে দেন।

একই সময়ে তিনি বাংলাদেশ দলের ম্যানেজার জাহিদ রাজ্জাক মাসুমকে মিষ্টি ও ফুল পৌঁছে দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ  বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকায় শুক্রবার এশিয়া কাপের একটি খেলায় ২৮৯ রানের লক্ষ্য টপকে ভারতকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ।

ওই ম্যাচেই ক্যারিয়ারের শততম শতক হাঁকান শচীন। ১৪৭ বলে ১১৪ রানের ওই ইনিংসে ১২টি চার ও একটি ছক্কা মারেন তিনি।

গত বছরের ১২ মার্চ ভারতের মাটিতে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৯তম শতক হাঁকান শচীন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...