রবিবার, ১৮ মার্চ, ২০১২

ঢাকায় ৪.৬ মাত্রার ভূকম্পন

॥ রামু নিউজ ডেস্ক ॥  রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রোববার সকাল আটটা ৫৬ মিনিটে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে দেশের কোন স্থান থেকে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ভূমিকম্পের উতৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২১ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে দোহার নবাবগঞ্জের কাছাকাছি। ভূমিকম্পের সময় ঢাকা মহানগরীর বিভিন্ন অংশে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ দশমিক ৭ কিলোমিটার। ঢাকা, টঙ্গী, কুমিল্লা ছাড়াও কলকাতায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকার মিরপুর, উত্তরা ও বাসাবো থেকে কয়েকজন ভূকম্পন অনুভূত হওয়ার কথা জানান। উত্তরায় ভবনগুলো বেশ দুলে ওঠে বলে স্থানীয়রা জানিয়েছেন। সকালে ঢাকার দোহার, নবাবগঞ্জ, কেরাণীগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে স্থানীয়রা ভূকম্পনের খবর জানান। স্থানীয়রা জানায়, প্রায় ১০ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পের সময় বিভিন্ন এলাকার বসতবঘরে থাকা আসবাবপত্র ঝাকুনি দিয়ে ঝনঝন করে উঠলে লোকজন ভূমিকম্পের বিষয়টি বুঝতে পারে। এ সময় লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।  নারায়ণগঞ্জ: রূপগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলায় সকাল ৮টা ৫৬ মিনিটে ৮ সেকেন্ড স্থায়ী ভূমিকম্প হয়েছে। এতে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। জেলার বিভিন্ন এলাকায় খবর নিয়ে জানা গেছে, ভূমিকম্প অনুভূত হলে শিল্পকারখানা, অফিস, বসতবাড়িসহ বিভিন্ন স্থানের লোকজন ছোটাছুটি শুরু করে নিরাপদ স্থানে অবস্থান নেয়। এদিকে, তারাব পৌরসভার হাটিপাড়া এলাকার ক্যালেস্টল এ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার ৪ তলা ভবনের একটি অংশে ফাটল দেখা দিলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকরা ছোটাছুটি করে ওই কারখানা থেকে বেড়িয়ে আসে। পরে কর্তৃপক্ষ পোশাক কারাখানা ছুটি ঘোষণা করে। গোপালগঞ্জ: রোববার সকালে সদর, মুকসুদপুর, কাশিয়ানীসহ জেলার বিভিন্ন উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়। গোপালগঞ্জ শহরের মহসিন সিকদার (৩২), মুকসুদপুরের চরপ্রসন্নদী গ্রামের মতিন খন্দকার (৫৫) ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, প্রায় ৫ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পের সময় ঘরের আসবাবপত্র কেঁপে ওঠে, বাড়ির উঠানে থাকা জ্বালানি কাঠ ও ইট পড়ে যায়। তবে, গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, ভূমিকম্পের বিষয়টি তিনি জানেন না। তাকে কেউ ফোন করেও ভূমিকম্পের কথা জানায়নি। মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার সকাল ৮টা ৫৬ মিনিটের এখানকার বিভিন্ন স্থাপনা কাপতে থাকে। এই ঘরের ঘরে থাকা আসবাবপত্রও নড়ে যায়। কোন কোন বাড়িতে ছবির ফ্রেম পড়ে যায়। অনেকে ভবন থেকে রাস্তায় বেড়িয়ে আসে। তবে ভূমিকম্প দীর্ঘক্ষণ স্থায়ী না হওয়ায় দেশের কোথাও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...