॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ॥
ঈদগাঁও ভোমরিয়াঘোনা রাজাইল্যা বিল সংলগ্ন নদী ভাঙ্গন এলাকায় অবশেষে বাঁধ নির্মাণ শুরু হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ বাঁধ নির্মাণের এ উদ্যোগ নিয়েছে। সূত্রে জানা গেছে,
সরকারের অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচী প্রকল্পের আওতায় এবং ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় বাঁধ নির্মাণে ৪৫জন মাটি কাটা শ্রমিক নিয়মিত কাজ করছেন। প্রতিজন শ্রমিককে দৈনিক ১৭৫ টাকা হারে মজুরী দেয়া হচ্ছে। বাঁধটি নির্মিত হলে সংশ্লিষ্ট এলাকার ৩ সহস্রাধিক পরিবারের চাষাবাদ কার্যক্রম সহজতর হবে। ঈদগাঁও নদীর পাহাড়ী ঢল ও বন্যার পানি থেকে সংশ্লিষ্ট একাধিক এলাকার লোকজন ও সহায় সম্পত্তি রা পাবে। উক্ত এলাকায় শীতকালীন শাকসবজি ও তে খামার নদীর পানি থেকে রেহাই পাবে। তাছাড়া শুস্ক মৌসুমেও ধান্য জমি ও তে খামারে পানি সেচ প্রদান করা যাবে। গত বর্ষা মৌসুমে ঈদগাঁও নদীতে সৃষ্ট পাহাড়ী ঢল ও অবিরাম বর্ষণে রাজাইল্যা বিল সংলগ্ন ঈদগাঁও নদীর প্রায় ১ কিলোমিটার বাঁধ ভেঙ্গে যায়। এতে করে নদীতে বন্যা বা সামান্য বৃষ্টি হলেই সংশ্লিষ্ট এলাকার লোকজন পানি বন্দী জীবন যাপন করতে বাধ্য হন। এছাড়া তে-খামার ও ফসলী জমিতে পানি ঢুকে পলি মাটিতে সয়লাব হয়ে উঠে। রাজাইল্যা বাসীর দুঃখ হিসাবে পরিচিত এ এলাকায় অবশেষে বাঁধের নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী নিজেই মাটি কেটে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ উপল্েয তিনি স্থানীয় কঁচি-কাঁচা শিশু-কিশোরদের মিষ্টি মুখ করান। আগামী এক মাসের মধ্যে বাঁধ নির্মাণের এ কার্যক্রম সম্পন্ন হতে পারে। ভূক্তভোগীদের মতে বাঁধটি নির্মিত হলে সংশ্লিষ্ট এলাকার চাষাবাদ ও তে খামার ব্যবস্থাপনা আরো সহজতর হবে।ঈদগাঁও ভোমরিয়াঘোনা রাজাইল্যা বিল সংলগ্ন নদী ভাঙ্গন এলাকায় অবশেষে বাঁধ নির্মাণ শুরু হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ বাঁধ নির্মাণের এ উদ্যোগ নিয়েছে। সূত্রে জানা গেছে,