রবিবার, ১৮ মার্চ, ২০১২

রামুতে সড়ক দুর্ঘটনায় রিক্সাচালক নিহত

॥ ওবাইদুল হক নোমান,রামু ॥
রামুতে সড়ক দুর্ঘটনায় এক রিক্সা চালকের করুন মৃত্যু হয়েছে। নিহত রিক্সা চালকের নাম বাদশা মিয়া (৩৮)। সে স্থানীয় খেনছর ঘোনা এলাকার ঠান্ডা মিয়ার সন্তান। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু চা-বাগান এলাকায়
১৮ মার্চ রবিরার ভোর ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়,কক্সবাজার মুখি রড বোঝই ট্রাক চট্টমেট্টো ট-১১-২৬৯৫ রিক্সা চালক বাদশা মিয়াকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। বাদশা মিয়া কক্সবাজার শহরে রিক্সা চালাতে যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ট্রাকটি আটক করেছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...