শুক্রবার, ৯ মার্চ, ২০১২

আজ ৮মার্চ রামুতে পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের'’র হীরক জয়ন্তী অনুষ্ঠান

॥প্রজ্ঞানন্দ ভিক্ষু॥   আজ ৯ মার্চ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংঘমনীষা পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের মহোদয়ের হীরক জন্ম জয়ন্তী অনুষ্ঠান। অনেক প্রস্তুতি, অনেক আয়োজনের হাত ধরে অবশেষে রামুবাসীর প্রাণের হীরক জয়ন্তী   বর্ণিল অনুষ্ঠান সূচীর মধ্য দিয়ে সম্পন্ন হতে চলেছে। দুই দিন ব্যাপী অনুষ্ঠান সূচীর মধ্যে আজ ৯ মার্চ সমাপনী দিবসে রয়েছে সকালে বুদ্ধপূজা, জাতীয় ও ধর্মীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন, সংঘদান, পঞ্চশীল গ্রহণ। দুপুরে রয়েছে হীরক জয়ন্তী নায়ক পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র প্রতি সম্মাননা জ্ঞাপন, আলোচনা সভা ও বৌদ্ধ মহাসম্মেলন। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ড. ধর্মসেন মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবদুল লতিফ সিদ্দিকী। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধান মন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মি. দীপংকর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রতিমন্ত্রী মি. বীর বাহাদুর এমপি, কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক জনাব মোস্তাক আহমদ চৌধুরী, সাংসদ জনাব আব্দুর রহমান বদি, সাংসদ জনাব লুৎফর রহমান কাজল, মহিলা এমপি অধ্যাপিকা এথিন রাখাইন, জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী, পুলিশ সুপার জনাব সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, সোনালী ব্যাংক লি: পরিচালক মহাজোট প্রার্থী জনাব সাইমুম সরওয়ার কমল, সিভিল সার্জন ডা. কাজল কান্তি বড়ুয়া, রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ মোস্তাক আহম্মদ, অধ্যক্ষ বোধিরঞ্জন বড়ুয়া, শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়ার সহধর্মীনী অধ্যাপিকা তৃপ্তি রাণী বড়ুয়া, রামু থানা অফিসার্স ইনচার্জ জনাব নজিবুল ইসলাম, অ্যাডভোকেট আবুল মনসুর চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম, চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, ট্রাস্টি স্বজন কুমার তালুকদার, ট্রাস্টি সনত তালুকদার প্রমূখ আরো অনেক স্থানীয় নেতৃবৃন্দ, উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তাবৃন্দ, বৌদ্ধ নেতৃবৃন্দ সহ বিদেশী কুটনৈতিকবৃন্দ উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক মানের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য উদযাপন পরিষদ সবাইকে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...