শুক্রবার, ৯ মার্চ, ২০১২

চাচীর প্রেমে ভাতিজা : অবশেষে পলায়ন

॥ রামু নিউজ ডেস্ক॥   সৌদি প্রবাসী স্বামীর অনুপস্থিতে পরকীয়ায় আসক্ত হয়ে চাচী ভাতিজাকে নিয়ে এক অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে বলে চাঞ্চল্যকর সংবাদ পাওয়া গেছে। চাচী নিয়ে ভাতিজা পলায়নের এর চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টেকনাফ উপজেলার উপকূলীয় ইউনিয়ন বাহারছড়া উত্তর শীলখালী গ্রামে। মা ও জেটাতো ভাই কে অভিযুক্ত করে গতকাল ৮মার্চ পুত্র বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছে। মামলার এজাহারে উল্লেখ করেন আনোয়ারুল ইসলাম গত ৮বছর ধরে সৌদি আরব অবস্থান করছেন। এ সুযোগে ভাতিজা আব্দুস শুক্কুরের পুত্র অবিবাহিত আব্দুল মান্নানের সাথে স্ত্রী ৪সস্তানের জননী শামেলা খাতুনের সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। ক্রমে তা গভীর পর্যয়ে পৌঁছে। উক্ত ভাতিজা স্বামীর অনুপস্থিতে চাচী শামেলার বাড়ীতে আসা যাওয়া করত। আস্তে আস্তে বিষয়টি প্রকাশ হয়ে পড়লে গত ২৮ফ্রেরুয়ারী সকালে প্রতিবেশীর বাড়ীতে বেড়াতে যাবার বাহানা করে স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা সহ সন্তানদের ফেলে ভাতিজার হাত ধরে পালিয়ে যায়। শামেলা খাতুনের বড় পুত্র আব্দুস সাত্তার সম্ভাব্য স্থানে সন্ধান করেও মায়ের হদিস না পেয়ে গতকাল ৮ মার্চ টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করে। টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার মজুমদার প্রাথমিক সত্যতা যাচাই সাপেক্ষে ব্যবস্থা নিতে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই মাসরুরুল হককে নির্দেশ দিয়েছেন। অসম পরকীয়া প্রেমের এ ঘটনা নিয়ে পুরো এলাকায় মুখরোচক আলোচনা এবং সর্বত্র তোলপাড়া চলছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...