শুক্রবার, ৯ মার্চ, ২০১২

বোধিরত্ন পত্রিকার হীরক জয়ন্তী সংখ্যার মোড়ক উম্মোচন করলেন ড. ধর্মসেন মহাথের

॥অর্পন বড়ুয়া্॥  ক্সবাজারের একমাত্র বৌদ্ধ ধর্মীয় পত্রিকা ‘বোধিরত্ন’ এর ৫ম (ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র হীরক জয়ন্তী) সংখ্যা প্রকাশিত হয়েছে। জানা গেছে ৯ মার্চ শুক্রবার সকালে রামু হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র হীরক জয়ন্তী উৎসবে আনুষ্ঠানিক ভাবে এ পত্রিকার মোড়ক উম্মোচন করা হয়। মোড়ক উম্মোচন করেন সভার সভাপতি বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ড. ধর্মসেন মহাথের। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও সৌগত সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, বোধিরত্ন পত্রিকার প্রধান সম্পাদক দুলাল বড়ুয়া, সম্পাদক গণমাধ্যমকর্মী অর্পন বড়ুয়া এবং বার্তা সম্পাদক প্রজ্ঞানন্দ ভিক্ষু। উল্লেখ্য বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি পন্ডিত প্রবর সত্যপ্রিয় মহাথের’র জাতীয় হীরক জয়ন্তী উপলক্ষে এ পত্রিকা’র ৫ম সংখ্যা প্রকাশিত হয়েছে। মোড়ক উম্মোচনের সময় ড. ধর্মসেন মহাথের বলেন বৌদ্ধ ধর্মীয় পত্রিকা প্রকাশ একটি উত্তম কাজ এবং বৌদ্ধ ধর্ম প্রচার-প্রসারে এই পত্রিকা অনন্য অবদান রাখবে। প্রধান সম্পাদক দুলাল বড়ুয়া বলেন বৌদ্ধ সমাজের সম্ভাবনার কথা পাঠক সমাজে তুলা ধরার মহান ব্রত নিয়ে ‘‘প্রজ্ঞার অন্বেষায় অবিরাম যাত্রা’’ এ শ্লোগানকে ধারণ করে কক্সবাজারের একমাত্র বৌদ্ধ ধর্মীয় পত্রিকা বোধিরতœ প্রকাশিত হয়ে আসছে। তাদের এ অগ্রাযাত্রাকে আরও বেশী বেগবান করার জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। চট্টগ্রাম থেকে বোধিবার্তাসহ বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় পত্রিকা প্রকাশিত হলেও কক্সবাজারে এর আগে কোন বৌদ্ধ ধর্মীয় পত্রিকা ছিল না। বোধিরতœ পত্রিকা নিয়মিত প্রকাশিত হওয়ায় কক্সবাজার জেলার বৌদ্ধ সমাজের লোকজন পত্রিকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এ পত্রিকার ধারাবাহিকতা ধরে রাখা প্রয়োজন বলে মনে করছেন বৌদ্ধ সম্প্রদায়ের অভিজ্ঞ মহল।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...