শুক্রবার, ৯ মার্চ, ২০১২

রামুতে শিশু ওয়ায়েজ মোহসিন বিন রফিকী ॥ কুরআন মেনে চললেই জান্নাতবাসী হওয়া যায়

॥ রামু নিউজ রিপোর্ট ॥
       কক্সবাজারের রামু রাজারকুল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার ১১ তম বার্ষিক সভায় অন্যতম আকর্ষন হিসেবে তকরির পেশ করেছেন বাংলাদেশ ভারত তথা উপ-মহাদেশের আলোড়ন সৃষ্টিকারী ওয়ায়েজ শিশু হুজুর মোহসিন বিন রফিকী বলেছেন, আল্লাহর কুরআন মেনে চললে অবশ্যই জান্নাতবাসী হওয়া যায়। আর মেনে না চললে জাহান্নামে যাবেন। তিনি কুরআন সুন্নাহ বিরোধী কোন আইন হলেই সকল আলেম ওলামাদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করার আহবান জানান। তিনি কোন রাজনৈতিক দলের পরে লোক নয় উল্লেখ করে বলেন, দেশের রাজনীতিবিদরা যদি কুরআন হাদিসের নিয়ম মেনে চলতো ভোটের সময় তাদের টাকা দিয়ে ভোট কিনতে হতোনা। তিনি সকল নেতাদের কুরআনের নিয়ম মেনে চলার পরামর্শ দেন।   
৮ মার্চ বৃহষ্পতিবার রাত ৯ টায় রাজারকুল ফরেষ্ট অফিস মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা ও আয়োজক কমিটির সভাপতি প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ সিকদার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক, থানার অফিসার ইনচার্জ একে নজিবুল ইসলাম।
শিশু হুজুরের বয়ান শুনার জন্য আয়োজনস্থল ছিল লোকে লোকারন্য। হাজার হাজার নারী, পুরুষ, শিশু, কিশোর জাতি-ধর্ম নির্বিশেষে সভায় যোগদান ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যা থেকেই সভাস্থলে মানুষের ঢল নামে। এসময় ওই সড়কে তীব্র যানযটের সৃষ্টি হয়। সরেজমিন পরিদর্শনে দেখা যায় শিশু হুজুর সভাস্থলে উপস্থিত হওয়ার অনেক আগেই মাঠ ভরপুর হয়ে যায়। মাঠে জায়গা সংকুলান না হওয়ায় অনেকে গাছের ঢালে, পাহাড়ে বসে হুজুরকে এক নজর দেখেন ও ওয়াজ শুনেন।    

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...