শুক্রবার, ৯ মার্চ, ২০১২

তামিম জাতীয় দলে

॥রামু নিউজ স্পোর্টস ডেস্ক॥    অবশেষে তামিম ইকবালকে এশিয়া কাপের দলে নেওয়া হয়েছে। বিসিবি সভাপতিকে অনেক বুঝিয়ে রাজি করানো গেছে বলে জানান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বৃস্পতিবার রাতে হোটেলেও উঠেছেন তামিম।
৭২ ঘণ্টার নাটকের পর তামিমের এশিয়া কাপে খেলা নিশ্চত হয়। সোমবার রাতে দল ঘোষণার আগে তামিমকে অতিরিক্ত তালিকায় পাঠিয়ে দেন বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল। ওই রাতে ১৫ সদস্যের পরিবর্তে ১৪ জনের দল ঘোষণা করে বিসিবি। এর প্রতিবাদে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন আকরাম খান।
গত দুই দিন তামিমের ফিটনেস পরীক্ষা চলে। টিম ম্যানেজমেন্ট তাকে ফিট ঘোষণা করলেও বৃহস্পতিবার বিকেলে বিসিবি সভাপতি এসএমএসের মাধ্যমে ক্রিকেট পরিচালনা বিভাগকে জানায় তামিম খেলবে না, ১৪ জনের দল থাকবে এশিয়া কাপে। উপায়ান্তর না দেখে নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ বিসিবি সভাপতিকে বোঝাতে চেষ্টা করেন এবং শেষপর্যন্ত তারা সফল হন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...