॥ এম ছালামত উল্লাহ, মহেশখালী ॥
মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী মুজিব ডাকাত অস্ত্র সহ চকরিয়ায় গ্রেফতার হয়েছে। চকরিয়ার মার্কেট এলাকা থেকে তাকে গত ১৬ মার্চ গভীর রাতে তাকে আটক করা হয়।
সুত্রে জানায়, মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী নিহত বজল ডাকাতের সেকেন্ডইন কমান্ড ডেওয়াখালী করিয়ার দিয়া পেকুয়া এলাকার আনছারুল করিমের পুত্র মুজিব ডাকাত (৩২) গত ১৯ মার্চ গভীর রাতে মহেশখালী কালারমার ছড়ার পুলিশ ফাঁিডর এস আই আব্দুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে বলে জানান এবং এসময় একটি দেশীয় তৈরী একনালা বন্দুক উদ্ধার করা হয়।
মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী মুজিব ডাকাত অস্ত্র সহ চকরিয়ায় গ্রেফতার হয়েছে। চকরিয়ার মার্কেট এলাকা থেকে তাকে গত ১৬ মার্চ গভীর রাতে তাকে আটক করা হয়।
সুত্রে জানায়, মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী নিহত বজল ডাকাতের সেকেন্ডইন কমান্ড ডেওয়াখালী করিয়ার দিয়া পেকুয়া এলাকার আনছারুল করিমের পুত্র মুজিব ডাকাত (৩২) গত ১৯ মার্চ গভীর রাতে মহেশখালী কালারমার ছড়ার পুলিশ ফাঁিডর এস আই আব্দুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে বলে জানান এবং এসময় একটি দেশীয় তৈরী একনালা বন্দুক উদ্ধার করা হয়।
এব্যপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়া জানান, গ্রেফতারকৃত মুজিবের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চাদাঁবাজি ও ডাকাতি সহ জেলার বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে।