শনিবার, ১৭ মার্চ, ২০১২

ইশান মোটরস রামুর আয়োজনে র‌্যালী ॥ কক্সবাজারে ডিসকভার এর মাইলেজ চ্যালেঞ্জ প্রতিযোগীতা

॥ রামু নিউজ রিপোর্ট ॥
বিশ্বখ্যাত বাজাজ মোটরসাইকেল এর ডিস্কভার-১০০ এর মাইলেজ চ্যালেঞ্জ প্রতিযোগীতা গত ১৭ মার্চ কক্সবাজারে সম্পন্ন হয়েছে। সকাল ১০ টায় কক্সবাজার উত্তরা মোটরস এর শোরুম থেকে এ প্রতিযেগীতা শুরু হয়। উত্তরা মোটরস এর রামুস্থ ডিলার ইশান মোটরস এর সহযোগীতায় প্রায় অর্ধ শতাধিক প্রতিযোগী রামু, ঈদগাও, ঈদগড়, বাইশারী, গর্জনীয়া, কচ্ছপিয়া, পার্বত্য নাই্যংছড়ি, কাউয়ারখোপ, রামু চৌমুহনী ষ্টেশন হয়ে পুনঃরায় কক্সবাজারে ফিরে যায়।
জানা গেছে,
‘চ্যাম্পিয়ান প্রযুক্তি, চ্যাম্পিয়ান মোটরসাইকেল’ এ শ্লোগান নিয়ে মাইলেজ চ্যালেঞ্জ-২ এর আওতায় বিশ্বখ্যাত বাজাজ মোটরসাইকেলের বিভিন্ন মডেল অধিক প্রচারের লক্ষে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কক্সবাজারেও এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রম্যভূমি রামুর প্রত্যন্ত এলাকা প্রদনি করার সময় সড়কের দু’পাশে উৎসুক মানুষের দৃষ্টি কাড়ে এ  প্রতিযোগীতা। সারা দেশে ২৫টি শহরের ২ হাজার ২৭০ জন গ্রাহক এ প্রতিযোগীতায় অংশ নিচ্ছে।
রামু বাইপাসস্থ উত্তরা মোটরস ডিলার, ইশান মোটরস এর সত্বাধিকারী মোহাম্মদ শাহজাহান জানান, তার ব্যবসা প্রতিষ্ঠানে আকর্ষনীয় অফারে বাজাজ মোটরসাইকেল বিক্রি হচ্ছে। প্রতিটি গাড়ীর সাথে গ্রাহকরা ১টি করে হেলমেট, গাড়ীর কভার, টি-শার্ট ও দু’লিটার মুবিল পাচ্ছেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...