শনিবার, ১৭ মার্চ, ২০১২

রামুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

॥ আল মাহমুদ ভূট্টো ॥
‘বঙ্গবন্ধুর জন্মদিনে গড়রো ঐক্যমত, আলোয় আলোয় উঠুক ভরে শিশুর ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যে রামুতে দিনব্যাপী অনুষ্ঠানমালার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গত শনিবার (১৭ মার্চ) রামু উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল, শিশু সমাবেশ, র‌্যালী, চিত্রাংকন, কুইজ, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে এক
বর্ণাঢ্য র‌্যালী রামুর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পন করা হয়। র‌্যালীত্তোর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক। উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সট্রাক্টর মতিউর রহমান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে রামু থানার অফিসার ইনচার্জ একে নজিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা শামসুল আলম মন্ডল, উপজেলা প্রকৌশলী খুরশীদ আলী চৌধুরী, শিা কর্মকর্তা মো. জাকের উল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শওকত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক ছৈয়দ করিম, মেরংলোয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক মৌলানা মোহাম্মদ তৈয়ব, ইসলামিক ফাউন্ডেশন রামু’র সিনিয়র ফিল্ড অফিসার সাইফুদ্দিন খালেদ বাবু প্রমূখ বক্তব্য দেন। উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে স্কুল-মাদ্রাসা এবং মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের কোমলমতি শিার্থীদের নিয়ে চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া রামুর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে।




এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...