শনিবার, ১৭ মার্চ, ২০১২

রামুর সাংস্কৃতিক কর্মী মুন্সি আব্দুর রহিমের পিতার মৃত্যুতে প্রগতি লাইফের শোক

॥প্রেস বিজ্ঞপ্তি॥   
রামুর তরুন সংগঠক ও সাংস্কৃতিক র্কমী মুন্সি আবদুর রহিমের পিতা  সমাজসেবক হাজ্বী ছিদ্দিক আহমদ (৬৫) শুক্রবার (১৬ র্মাচ) ভোর ৬ টায় কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন । জানা  যায়, (১৫ মার্চ) হৃদরোগে আক্রান্ত  হলে তাঁকে হাসপাতালে র্ভতি করা হয়। হাজ্বী ছিদ্দিক আহমদ রামু উপজেলার র্পূব দ্বীপ
ফতখোঁরকুল গ্রামের মৃত হাসমত আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে রেখে যান। এদিকে মরহুম  হাজ্বী ছিদ্দিক আহমদ এর মৃত্যুতে এক  বিবৃতির মাধ্যমে শোক জানান  প্রগতি লাইফের কক্সবাজার জেলা সার্ভিসিং সেল এর জে.ই.ভি.পি ও ইনচার্জ এম রফিকুল আলম , জেভিপি ছৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের,মোঃ মামুন ,রামু শাখার ইনচার্জ আবুল কাশেম সাগর, এভিপি মোঃ দুধু মিয়া ,শাহীন সরওয়ার,আব্দুর রহিম,কামরুল হাসান,আমান উল্লাহ,কামাল উদ্দিন,মোঃ মানিক,জহুর আলম,ঈদগাও শাখার ইনর্চ্জ মোঃ বেদারুল ইসলাম, উখিয়া শাখার ইনচার্জ,প্রভাষক শাহাব উদ্দিন ,মৌলানা শাখের আহমদ,টেকনাফ সাভিসিং সেল ইনচাজর্, হাফেজ মোঃ ইসলাম, প্রমূখ।
বিবৃতিদাতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...