॥ মুহাম্মদ আবুল মঞ্জুর ॥
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা কেন্দ্র জামিয়া দারুল উলুম চাকমারকুলের ৬৬ তম বার্ষিক সভা গত ১৫ মার্চ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন- ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি আবদুর রহমান। প্রধান বক্তা ছিলেন-
চট্টগ্রাম আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা মুফতি আবুদল হালিম বোখারী। বিশেষ বক্তা ছিলেন- রাজঘাটা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ছৈয়দ আলম আরমানী, কক্সবাজার বদর মোকাম জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ নূরুল কাদের। বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন- জামিয়ার শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ জাকের, মুহাদ্দিস মাওলানা হোসাইন আহমদ, পরিচালক মাওলানা এবাদ উল্লাহ, প্রধান শিক্ষা পরিচালক মাওলানা ছৈয়দ আকবর। পুরো সভা সঞ্চালনায় ছিলেন- জামিয়ার মুহাদ্দিস মাওলানা মুফতি কামাল হোছাইন। সভায় প্রধান অতিথি আল্লামা মুফতি আবদুর রহমান বলেন- প্রতিটি ক্ষেত্রে সুন্নাতের অনুসরণ-অনুকরণের মাধ্যমেই উভয় জগতে শান্তি ও কামিয়াবি অর্জন করা সম্ভব। তাই সুন্নাতে নববীর যথার্থ অনুসরণে ব্রতি হওয়া মুমিন মুসলমানদের ঈমানী দায়িত্ব। মুফতি আবদুল হালিম বোখারী বলেন- ঈমান-আকিদা সমুন্নত রাখা, ইসলামী তাহজীব-তামাদ্দুনের সংরন, শিরক-বিদআতের মুলোৎপাটন এবং আদর্শ নাগরিক তৈরিতে কওমী মাদ্রাসা সমূহের অবদান অনস্বীকার্য। এ সকল মাদ্রাসায় নীতি-নৈতিকতা, শান্তি-সম্প্রীতি, সমাজসেবা ও মানবতার শিক্ষা দেওয়া হয়। দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়। কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা কেন্দ্র জামিয়া দারুল উলুম চাকমারকুলের ৬৬ তম বার্ষিক সভা গত ১৫ মার্চ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন- ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি আবদুর রহমান। প্রধান বক্তা ছিলেন-