শনিবার, ১৭ মার্চ, ২০১২

রামুতে গলায় ফাঁস লাগিয়ে গৃহিণীর আত্মহত্যা

॥রামু নিউজ রিপোর্ট॥  
রামুতে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহিণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।  ১৬ মার্চ বেলা ১২টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।   নিহত জমিলা বেগম কচ্ছপিয়ার
বড় জামছড়ি এলাকার রমিজ আহাম্মদ এর স্ত্রী। পারিবারিক সুত্রে জানা যায়, ঘরের ভিতর গলায় ফাঁস লাগিয়ে জমিলা বেগম আত্মহত্যা করে।  চালের বীমের সাথে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে বাডির লোকজন চিৎকার করলে আত্মহত্যার খবর সর্ত্র ছড়িয়ে পড়ে।  পরবর্তীতে  স্থানীয় গর্জনিয়া পুলিশ ফাড়িতে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরন করেন । নিহতের  ১ ছেলে ২ মেয়ে  রয়েছে বলে জানা যায়।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...