॥ এম ছালামত উল্লাহ, মহেশখালী ॥
মহেশখালীতে উপজেলা ও পৌর যুবদলের সম্মেলন ও কাউন্সিল গত ১৬ মার্চ বিকাল ৩ টায় স্থানীয় ইলা কমিউনিটি সেন্টারে যুবদলের আহবায়ক এড. ফারুক ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-রামু আসনের সাংসদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান কাজল বলেন,
খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে যুবদলকে এগিয়ে আসতে হবে। তিনি বর্তমান সরকার নিরীহ মানুষের উপর নির্যাতন নীপিড়ন চালিয়ে যাচ্ছে তাই জনগনের কল্যাণে আগামী নির্বাচনে খালেদা জিয়ার সরকারকে নির্বাচিত করার আহবান জানিয়ে দেশের কল্যানের আগামীতে যুবদলকে রাজপথে সাহসী ভূমিকা পালন করতে হবে। এতে প্রধান বক্তা সাবেক সাংসদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, আওয়ামীলীগ সরকার বিএনপির জনপ্রিয়তা দেখে পাগল হয়ে গেছে। সম্মেলনের উদ্ভোধক ছিলেন জেলা যুবদলের সভাপতি এড. আবদুল্লাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আফরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ। বক্তব্য রাখেন, ঈদগাওঁ বিএনপির সভাপতি মমতাজুল ইসলাম, মহেশখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সিরাজুল হক রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম চেয়ারম্যান, সাবেক সভাপতি ডাঃ আবদুল মোতালেব, বিএনপি নেতা মাষ্টার আবদুল মান্নান, আবু তাহের সিকদার চেয়াম্যান পৌর বিএনপির সভাপতি এড. হামিদুল হক, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রহিম বিকম, পৌর বিএনপির সম্পাদক সালাউদ্দীন রতন, মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সিরাজুল হক রানা, আবু তাহের, ডাঃ ফিরোজ, যুবদল নেতা সাজ্জাদ জহির, ওমর ফারুক, মোহাম্মদ তারেক, ছাত্র নেতা জিয়াউর রহমান ডালিম, বেলাল উদ্দীন খোকা, কাউছার হামিদ,রাশেল, খালেক ও রুবেল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন যুবদল নেতা হামিদ হোসাইন । সম্মেলন শেষে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।