॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ॥
পোকখালী থেকে একাধিক মামলার ২ আসামী আটক হয়েছে। ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ ১৫ মার্চ গভীর রাতে উক্ত আসামীদের আটক করে। আটককৃতরা হচ্ছে পশ্চিম গোমাতলীর শামশুল আলমের পুত্র ইলিয়াছ
ও হোছন আলীর পুত্র আবদুল জলিল। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সমূহ হচ্ছে এস টি ৩৩৫/৮,জি.আর ১৯৯/৯৯, ১১/০৩, ২৫২/০৫।
পোকখালী থেকে একাধিক মামলার ২ আসামী আটক হয়েছে। ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ ১৫ মার্চ গভীর রাতে উক্ত আসামীদের আটক করে। আটককৃতরা হচ্ছে পশ্চিম গোমাতলীর শামশুল আলমের পুত্র ইলিয়াছ
ও হোছন আলীর পুত্র আবদুল জলিল। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সমূহ হচ্ছে এস টি ৩৩৫/৮,জি.আর ১৯৯/৯৯, ১১/০৩, ২৫২/০৫।
এদিকে ঈদগড়ে বন বিভাগের অভিযানে আটক হয়েছে ৭ গরু। ১৬ মার্চ সকাল ১১ টায় বন আইন
অমান্য করায় বৈদ্য পাড়া সামাজিক বনায়নের বেত বাগান থেকে এসব গরু আটক করা
হয়। প্রাপ্ত তথ্যে প্রকাশ, গরু মহিষ সহ অন্যান্য গৃহপালিত প্রাণীর কবল থেকে সামাজিক বনায়ন ও বাগান রক্ষাকল্পে সম্প্রতি ঈদগড় রেঞ্জ কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় মাইকিং করে। এ ঘোষণা অমান্য করে সামাজিক বনায়নে গরু চরাতে নেয়ায় বন বিভাগ বৈদ্য পাড়া সামাজিক বনায়নের বেত বাগান থেকে শুক্রবার ৭ টি গরু আটক করে। পরে তা স্থানীয় খোয়াড়ে হস্তান্তর করা হয়। রেঞ্জ অফিসার ছৈয়দ নুরুজ্জামান গরু আটকের কথা স্বীকার করেছেন।