॥ রামু নিউজ রিপোর্ট ॥
কক্সবাজারের রামু খিজারী বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্র শীর্ষক বড়ুয়া উষ্ণ আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০১২ এ জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় তৃতীয় স্থান অধিকারের গৌরব অর্জন করেছে। গত ৬ মার্চ সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
ডাঃ আফছারুল আমিন বিজয়ীদের মাঝে পুরস্কার তোলে দেন। এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কক্সবাজারের রামু খিজারী বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্র শীর্ষক বড়ুয়া উষ্ণ আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০১২ এ জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় তৃতীয় স্থান অধিকারের গৌরব অর্জন করেছে। গত ৬ মার্চ সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
উল্লেখ্য যে, শীর্ষক বড়ুয়া উষ্ণ পূর্ব মেরংলোয়া গ্রামের বাসিন্দা ও দারিয়ারদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরজিত বড়ুয়া ক্যালসন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা লিপি রাণী বড়ুয়ার প্রথম সন্তান। ইতি পূর্বে শীর্ষক বড়ুয়া উষ্ণ ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে উক্ত প্রতিযোগীতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে ছিলো। তার এ সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, দারিয়ারদীঘি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও পরিবারের সদস্যরা শুভেচ্ছা জানিয়েছে। শীর্ষক বড়ুয়া উষ্ণ সকলের আশীর্বাদ কামনা করেছে।