শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

রামু উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি রিসোর্স সেন্টার উদ্বোধন

॥ খালেদ শহীদ,রামু ॥  
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি রিসোর্স সেন্টার উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল বলেন, শিক্ষায় পিছিয়ে পড়া জনপদ উখিয়ারঘোনায় কম্পিউটার শিক্ষার মতো যোগোপযুগি শিক্ষা ব্যবস্থার সুযোগ পৌঁছে দিয়েছে বায়তুশ শরফ। এ অঞ্চলের জনসংখ্যাকে শিক্ষিত জনশক্তিতে পরিনত করতে হলে কম্পিউটার শিক্ষার
মতো আধুনিক শিক্ষাকে কাজে লাগাতে হবে। কম্পিউটার শিক্ষা গ্রহণ করে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, ডিজিটাল বাংলাদেশ গড়ার ভূমিকা নিতে পারবে। 
বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাইট সেভার্স ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের সার্বিক সহযোগিতায় স্থাপিত আইসিটি রিসোর্স সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাকের উল্লাহ, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল হক, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ব সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা এস এম কামাল উদ্দিন, কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক আ্যাডভোকেট তোফায়েল আহম্মদ।
 উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাকের উল্লাহ বলেন, নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে বিদ্যালয়ের ঝরে পড়া রোধ করতে, ছেলেমেয়েদের শতভাগ বিদ্যালয় মুখী করতে হবে। এ বিষয়ে অভিভাবকসহ স্থানীয় জনসাধারণকে সচেতন ও উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে।  উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কম্পিউটার শিক্ষার মাধ্যমে বর্হিবিশ্বের সাথে সর্ম্পক উন্নয়ন ঘটাতে পারবে।
কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা কম্পিউটার শিক্ষার মাধ্যমে বিশ্বকে জানবে। বায়তুশ শরফ হাসপাতাল মানবতার জন্য কাজ করে যাচ্ছে। শিক্ষায় পিছিয়ে পড়া জনপদ উখিয়ারঘোনা এলাকার প্রতিবন্ধিদের নিয়ে কাজ করতে গিয়ে, এ এলাকার শিশুদের দোরগোড়ায় কম্পিউটার শিক্ষার সুযোগ সৃষ্টি করতে উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি রিসোর্স সেন্টার স্থাপনের মাধ্যমে দু’টো কম্পিউটর প্রদান করেছে বায়তুশ শরফ। এ প্রকল্পের অধীনে আরো দু’টো কম্পিউটর দেয়া হবে। বায়তুশ শরফের ব্যবস্থাপনায় উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পাচ্ছে দৃষ্টি প্রতিবন্ধি পঞ্চম শ্রেণীতে জসিম উদ্দিন, চতুর্থ শ্রেণীতে পিংকি বড়ুয়া, রূম্পা বড়ুয়া, শারিরীক প্রতিবন্ধি শিউলি বড়ুয়া, তৃতীয় শ্রেণীতে দৃষ্টি প্রতিবন্ধি আবরার হক।
  বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম। উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও আইসিটি রিসোর্স সেন্টারের তত্বাবধায়ক স্বপন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজনীতিক ছৈয়দ আহম্মদ, আবুল বশর মেম্বার, বায়তুশ শরফ হাসপাতালের সমাজভিত্তিক পূর্ণবাসন প্রকল্প কর্মকর্তা নাছির উদ্দিন, উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক, মনিরঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ হেলালী, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, সাবেক ইউপি সদস্য বদরুল হুদা, বিদ্যালয়ের শিক্ষক রহিমা বেগম, সুভাষ বড়ুয়া, মুজিবুর রহমান, শিরিন সুলতানা, উম্মে ছৈয়েদা বেগম প্রমুখ। অনুষ্ঠানের কোরআন তেলওয়াত করেন, মৌলানা মোহাম্মদ আবুবক্কর। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়, বিদ্যালয়ের কচিকাঁচা শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রুপিয়া আকতার (১৩), জিফা আকতার (১২), রোমা আকতার (১২), রনি বড়ুয়া (১২), আশরাফুল মতিন সোহাগ (১১) জানান, পড়ালেখা করে অনেক বড় হব। কম্পিউটার শিক্ষা নিয়ে বিশ্বকে জানবো। আমাদের গ্রামের অনেক মানুষ পড়ালেখা করেনি। কম্পিউটার কী জানেনা। আমাদের বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা দেয়া হবে, তথ্য প্রযুক্তির বিষয়ে জানতে পারবো। বিশ্বকে জানার সুযোগ হবে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...