শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

১৭ বিজিবি, কক্সবাজার এর অভিযানে কাঠ সহ মালামাল জব্ধ

॥ প্রেস বিজ্ঞপ্তি ॥   
বিজিবি‘র সদস্যরা সীমান্তবর্তী এলাকা হতে ২১ ও ২২ মার্চ পৃথক অভিযান চালিয়ে কাঠসহ বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক করেছে। আটককৃত চোরাচালানী মালামালের মূল্য প্রায় ১,৫৩,০০০/- (এক লক্ষ তিপ্পান্ন হাজার )  টাকা । গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান,
পিএসসি এর দিক নির্দেশনায় পালংখালী বিওপির, বিওপি কমান্ডার সুবেদার দীল মোহাম্মদ এর নেতৃত্বে গত ২১ মার্চ ২০১২ তারিখ আনুমানিক ২০০০ ঘটিকায় পালংখালী এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ৩৬.৭৭ ঘনফুট আকাশমনি গোল কাঠ আটক করে, এছাড়াও তমব্রু বিওপির হাবিলদার মোঃ আঁইয়ুব খান ও মোঃ আশরাফ আলী  এর নেতৃত্বে ২১ ও ২২ মার্চ ২০১২ তারিখ পৃথক পৃথক পরিচালিত টহল অভিযানের মাধ্যমে তমব্রু এবং হেডম্যান পাড়া এলাকায় ১৯০০ ঘটিকায় ও ১৩০০ ঘটিকায় ০৮ লিটার ভোজ্য তৈলসহ বিভিন্ন প্রকার মুদিমালামাল এবং ৬ টি বার্মিজ থামী আটক করে। চোরাকারবারীরা নিজেদের যোগসাজসে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বিজিবি‘র টহল দলের আগমনের সংবাদ পেয়ে চোরাই মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত কাঠ প্রচলিত আইন ও নিয়মানুযায়ী নিকটস্থ বনবিট অফিসে এবং অন্যান্য মালামাল নিকটস্থ  শুল্ক গুদামে জমা করা হয়েছে। ১৭ বিজিবি কক্সবাজারের এহেন সাফল্য একদিকে যেমন দেশের চোরাচালানী প্রতিরোধ অভিযানকে সহায়তা করছে, এবং সরকারী কোষাগারে বিপুল পরিমাণ অর্থের যোগান দিচ্ছে। আরো উল্লেখ্য, স্থানীয় সকল পর্যায়ের জনগণের সহযোগিতার মাধ্যমে বর্ণিত সাফল্য দিন দিন আরো বৃদ্ধি করা যাবে বলে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি মনে করেন ।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...