শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

ঈদগাঁও’র সাবেক চেয়ারম্যান ছৈয়দ আলমের বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু

॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ॥   
প্রতারনার অভিযোগে ঈদগাঁও’র ইউপির সাবেক চেয়ারম্যান ছৈয়দ আলম হাজির বিরুদ্ধে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত শুরু হয়েছে। এক প্রবাসীর কাছে জায়গা বিক্রির রেজিঃ বায়নানামা করার পর কোন সাড়া না দেয়ায় এ অভিযোগ করেছেন। জানা যায়, ঈদগাঁও ভোমরিয়া ঘোনার সৌদি প্রবাসী জসিম উদ্দিন গত বছরে ঈদগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান ছৈয়দ আলম হাজির কাছ হতে ৩২ কড়া জায়গা ৮ লাখ টাকা মূল্যে ক্রয়ের জন্য রেজিঃ বায়নানামা করেন। নগদ ২ লাখ ও চেক সহ অন্যান্য মাধ্যমে প্রায় আড়াই লাখ টাকা চেয়ারম্যানকে প্রদান করে। পরবর্তীতে জায়গা সম্পুর্ণ রেজিঃ কিংবা টাকা ফেরৎ না দেয়ায় কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। গত জানুয়ারী মাসের ২২ তারিখে ঈদগাঁও বাজারে ইছমাইল সওদাগরের চাউল দোকানে সর্বশেষ বৈঠক বসে । এ সময় বৈঠকে হেডম্যান ছগির আহং সহ বিভিন্ন ব্যক্তিবর্গের উপস্থিতিতে চেয়ারম্যান ছৈয়দ  আলম কয়েক দিনের মধ্যে তা নিস্পত্তি করার আশ্বাস দেন। বৈঠকের প্রায় ২ মাস গত হলেও কোন প্রকার ইতিবাচক হস্তক্ষেপ না পাওয়ায় উক্ত প্রতারনার ব্যাপারে ভূক্তভোগী জসিম উদ্দিন ঢাকাস্থ পুলিশ হেড কোয়াটার্সে চেয়ারম্যান ছৈয়দ আলম হাজির বিরুদ্ধে প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন। এ প্রেক্ষিতে পুলিশ হেড কোয়ার্টার্স অপরাধ ৩/৪৮-২০১০ কক্সবাজার অংশ ১/২৬৯ তাং ০৮/০৩/১২ স্বারক মূলে কক্সবাজার পুলিশ সুপারকে বিষয়টি তদন্ত পূর্বক দ্রুত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...