শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

রামুর গর্জনিয়ায় অজগর আটক

॥ গর্জনিয়া প্রতিনিধি ॥   
কক্সবাজারের গর্জনিয়া থেকে উদ্ধার হয়েছে বৃহত আকারের অজগর সাপ । ২২ মার্চ বিকেল ৪ টার দিকে বড় বিল এলাকার জনৈক ব্যক্তি সাপটি উদ্ধার করেন। প্রত্যদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গর্জনিয়া বড়
বিলের জনৈক ব্যক্তি বৃহস্পতিবার বিকেলে তার শুস্ক পুকুরে মাছ ধরতে গেলে মাছ খাওয়া অবস্থায় বিশাল আকারের  অজগর সাপটি দেখতে পান। পরে ওই ব্যাক্তি কৌশলে সাপটিকে আটকান। খবর পেয়ে ঈদগড় রেঞ্জ কর্মকর্তা সৈয়দ নুরুজ্জামান ঘটনাস্থল থেকে অজগরটি জব্দ করে বাইশারী বনবিট কার্যালয়ের হেফাজতে রাখেন। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সাপটি দৈর্ঘ্যে ১৩ ফুট এবং প্রস্থে ১ ফুট ৪ ইঞ্চি। এদিকে অজগরটি এক নজর দেখতে শতশত লোক বিট কার্যালয়ের সামনে  ভীড় জমায় ।  বন বিভাগ জব্দকৃত সাপটি ডুলাহাজারা সাফারি পার্ক অথবা ঈদগড় বনাঞ্চলে অবমুক্ত করবেন বলে স্থানীয়দের ধারনা।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...