শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

উখিয়ায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগ

॥ নিজস্ব প্রতিবেদক, উখিয়া ॥   
উখিয়ার ভালুকিয়াপালংয়ে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে। নির্যাতনের শিকার ওই গৃহবধু কে উখিয়া হাসপাতালে ভর্তি করার পর শারীরিক
অবস্থা অবনতি হওয়ায় গতকাল (২২ মার্চ) দুপুরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে  প্রেরণ করা হয়।
উপজেলার রত্না পালং ইউনিয়নের ভালুকিয়া তুলাতলি গ্রামের স্বামী বদিউল আলম জানান, একটি মিথ্যা মামলায় শিকার হয়ে বাড়ীতে অনুপস্থিতির সুযোগে একই এলাকার শাহ আলমের নের্তৃত্বে একদল পাষন্ড দুর্বৃত্ত গত বুধবার গভীর রাতে বাড়ীতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর পূর্বক তার স্ত্রী আরেফা বেগম (২০) কে অপহরণ করে উঠানের বাহিরে নিয়ে যায়। উখিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেফা সাংবাদিকদের জানান, ওই পাষন্ডরা তাকে জোর পূর্বক ধর্ষণ সহ শারীরিক নির্যাতন করেছে। প্রত্যক্ষদর্শী বাবুল বলেন, পিএফ জায়গা নিয়ে বদিউল আলমের সাথে শাহ আলমের মধ্যে বিরোধ চলে আসছিল। গ্রামবাসী আলী আকবর জানান, গত সপ্তাহে জায়গা বিরোধের ঘটনার জের ধরে শাহ আলম ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে ৪০ বছরের বসবাসকারী বদিউল আলমকে উচ্ছেদ করে ওই জায়গা জবর দখল করে নেয়। এ দিকে ধর্ষিতা গৃহবধু বাদী হয়ে উখিয়া থানায় এজাহার দায়ের করছে বলে জানা গেছে। তবে গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহল উক্ত এজাহারটি মামলা হিসাবে রুজু করতে বাধা প্রদান করছে। থানার কর্তব্যরত ডিউটি অফিসার জানান, ঘটনাটি স্পর্শকাতর  বিধায় তদন্তের পূর্বে কিছু বলা যাবে না।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...