শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

প্রায় শত বর্ষীয়ান শিক্ষা প্রতিষ্ঠান রামু খিজরী আদর্শ উচ্চ বিদ্যালয়

॥ প্রজ্ঞানন্দ ভিক্ষু ॥   
রামুর সুপ্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষঠন রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়। প্রায় শত বছর পূর্বে স্থাপিত প্রতিষ্ঠানটি এখনো সগৌরবে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে নিরলসভাবে। জানা যায়, এটিই জেলার সর্বপ্রথম মাধ্যমিক বিদ্যালয়। তবে প্রথম দিকে রামুতে উল্লেখযোগ্য প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান না থকায় ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠ দান
করা হত। পরবর্তীতে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত চালূ রাখা হয়। স্কুল সূত্রে জানা যায়, বর্তমানে ২৩ জন শিক্ষক এবং ৫জন শিক্ষিকাসহ মোট ২৮ জন শিক্ষক শিক্ষিকার অধীনে মোট ২০৪৬ জন শিক্ষার্থী পড়ালেখা করছেন। তৎমধ্যে ১০০২ জন ছাত্র এবং ১০৪৪ জন ছাত্রী রয়েছেন। বিদ্যালয়ে সাধারণ শাখা পাশাপাশি কারিগরি শিক্ষায় পাঠদান করা হয়। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মো: আব্দুর রহিম। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে সাবেক প্রধান শিক্ষকদের নামের একটি বোর্ড টাঙ্গানো অবস্থায় দেখা গেছে। ১৯১৪ সাল প্রতিষ্ঠালগ্ন থেকে এই পর্যন্ত কতজন শিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, ‘এই পর্যন্ত ২৭ জনের তথ্য পাওয়া গেছে। তাঁদের নাম এবং চাকরিতে যোগদান ও অবসর গ্রহণের সাল সহ আমরা সংরক্ষণ করেছি।’ বিদ্যালয়ের সম্মূখভাগে প্রতিষ্ঠিত নান্দনিক শহীদ মিনার সমগ্র স্কুল প্রাঙ্গনের শোভাবর্ধন করেছে। উল্লেখ্য, ১৯১৪ সালে রামুর ধনাঢ্য ব্যক্তি উ খিজারী বাবু সম্পূর্ণ নিজ অর্থানূকুল্যে উক্ত প্রতিষ্ঠনটি প্রথম প্রতিষ্ঠা করেন। তিনি বিদ্যালয়ের ভূমিসহ প্রায় ২ একর ৪৭ শতক ভূসম্পত্তি দান করেন বিদ্যালয়ের নামে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...