শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

রামুর দশ শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল সামগ্রী বিতরন

॥ নিজস্ব প্রতিবেদক, রামু ॥   
রামু উপজেলার দশ শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ এর ইসলামী ব্যাংকের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দশ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধির হাতে এসব ফুটবল সামগ্রী বিতরন করেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ
ছাইদুল হক। ফুটবল সামগ্রীর মধ্যে রয়েছে- জার্সি, পেন্ট, মৌজা ও ফুটবল।  বিদ্যালয়গুলো হল, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়, জারাইলতলী উচ্চ বিদ্যালয়, কাউয়ারখোপ উচ্চ বিদ্যালয়, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়, দক্ষিন মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়, রাবেতা আল ফুয়াদ একাডেমী, জোয়ারিয়ানালা এইচ এম সাঁচী উচ্চ বিদ্যালয় ও মনসুর আলী সিকদার আইডিয়্যাল স্কুল এন্ড কলেজ। ফুটবল সামগ্রী বিতরনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে লেখাপড়ার পাশাপাশি বিনোদনের ব্যবস্থা করতে হবে। স্কুল পর্যায়ে খেলার আয়োজন করে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান, জাতীয় মানের  ফুটবলার তুলে আনা সম্ভব।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...