শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

কক্সবাজার ফুটবল এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন : জাহেদ-বিজন-সাঈদী প্যানেল জয়ী

॥ রামু নিউজ রিপোর্ট ॥   
জেলা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা জেলা ফুটবল এসোসিয়েশনের বহুল আলোচিত নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ২২ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসন কার্যালয়ের আইটি কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৬ জন ভোটারের মধ্যে ২৬ জনই গোপন ব্যালটের
মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  এদিকে নির্বাচনে সরাসরি দু’টি প্যানেল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। এতে জাহেদ-বিজন-সাঈদী প্যানেল ১৩টি পদের মধ্যে একটি সদস্য পদ ছাড়া ১২টি পদে জয়ী হয়ে টাইডেল-বিপ্লব প্যানেলের বিরুদ্ধে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। নির্বাচিতরা হলেন-সভাপতি জাহেদ উল্লাহ (প্রাপ্ত ভোট ১৫), তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ইকবাল মোহাম্মদ শামসুল হুদা টাইডেল পেয়েছেন ১১ ভোট। দু’টি সহ সভাপতি পদে নির্বাচিতদ্বয় হলেন বিজন বড়–য়া (প্রাপ্ত ভোট সংখ্যা ১৬), ফজলুল করিম সাঈদী (প্রাপ্ত ভোট সংখ্যা ১৪), এ পদে খালেদ মোহাম্মদ আজম ১২ ভোট পেয়ে ৩য় হয়েছেন। অন্যদিকে কোষাধ্যক্ষ পদে দু’কাশেমের লড়াইয়ে জাহেদ-বিজন-সাঈদী প্যানেলের আবুল কাশেম ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরাজিত প্যানেলের আবুল কাসেম পান ১০ ভোট। এছাড়া নির্বাচিত ৯ সদস্যগণ হলেন-এ.এম.এম শাহজাহান, সরওয়ার আজম, খোরশেদ আলম, আমিনুল এহেছান চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, ফরহাদুজ্জামান, আবদুল হামিদ, নবীর হোসাইন ভূট্টো ও খালেদা জেসমিন। তৎমধ্যে খালেদা জেসমিন বিজিত প্যানেলের একমাত্র সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজবিহারী দাশ সদস্য পদে নির্বাচন করে ১০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। আলোচিত এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাজীবুল আলম। নির্বাচন চলাকালে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সূত্র জানায়-আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরপরই জেলা প্রশাসক মোঃ জয়নুল বারী কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির কর্মকর্তাদের নাম ফ্যাক্সের মাধ্যমে বাফুফের কাছে প্রেরণ করেন।  এদিকে বাফুফের বাইলজ অনুযায়ী সাধারণ সম্পাদক হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন সাবেক কৃতি ফুটবলার জ্যোর্তিময় বড়ুয়া মঙ্গল এবং সহ সাধারণ সম্পাদক করে সেলিম আসলাম সোহেল মনোনীত হওয়ার সম্ভাবনা নিশ্চিত করেছেন নব নির্বাচিত কমিটির কর্মকর্তাবৃন্দ।  অভিনন্দন  এদিকে জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচনে নির্বাচনে নব নির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন-কক্সবাজার ক্রীড়া সাংবাদিক সমিতির সভাপতি এম.আর মাহবুব, সহ সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মীর্যা ওবায়েদ রুমেল, সহ সম্পাদক ইব্রাহীম খলিল মামুন, কোষাধ্যক্ষ রাশেদুল মজিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ক্রীড়া সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন-কক্সবাজারে তৃণমূল পর্যায়ে ফুটবল বিকাশে নব-নির্বাচিত কমিটির কর্মকর্তাগণ বিশেষ ভূমিকা রাখবে। পাশাপাশি কক্সবাজারের বিকাশমান ফুটবল আরও বিকশিত হবে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...