শনিবার, ৭ এপ্রিল, ২০১২

রামুতে প্রয়াত বীরেন্দ্র বড়ুয়ার স্মরণে সংঘদান অনুষ্ঠিত


প্রজ্ঞানন্দ ভিক্ষু ॥ 
৭ এপ্রিল রামু উপজেলার শ্রীকুল গ্রামে অষ্টপরিষ্কার সহ এক সংঘদান সভা অনুষ্ঠিত হয়। প্রয়াত বীরেন্দ্র বড়ুয়ার পারলোকিক সদগতি কামনায় অনুষ্ঠিত সংঘদান সভায় সভাপতির আসন অলংকৃত করে সমগ্র অনুষ্ঠানের শোভাবর্ধন করেন
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তণ সভাপতি, রামু সীমা বিহারের পূজনীয় অধ্যক্ষ পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের। প্রধান অতিথির ধর্মাসন গ্রহন করেন হাইটুপী চেরাংঘাটা বড় বিহারের অধ্যক্ষ ভদন্ত পঞঞাদীপা মহাথের। বিশেষ অতিথির ধর্মাসন গ্রহণ করেন শ্রীকুল পুরাতন বিহারের অধ্যক্ষ ভদন্ত চেকাচারা মহাথের, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ ভদন্ত সারমিত্র মহাথের, উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত করুণাশ্রী থের, রামু সীমা বিহারের ভদন্ত শীলপ্রিয় থের, ফাঁরিকুল বিবেকারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলমিত্র ভিক্ষু প্রমূখ পূজনীয় ভিক্ষু সংঘ। অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের উল্লেখযোগ্য সংখ্যক উপাসক উপাসিকা অংশ গ্রহন করেন। এদিকে অনুষ্ঠানে অংশ গ্রহণ করায় প্রয়াতের জেষ্ট্যপুত্র আপন বড়ুয়া ও মেজপুত্র দীপক বড়ুয়া সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...