শনিবার, ৭ এপ্রিল, ২০১২

মহেশখালীতে স্ত্রীর পরকিয়া স্বামীকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন

এম. ছালামত উল্লাহ মহেশখালী ॥
মহেশখালীর কালারমারছড়া ফকিরজুম পাড়া এলাকার পালিয়ে যাওয়া স্ত্রীর পারভীনের পরকিয়া স্বামী সেলিম বাদশা (২৮), কে  অস্ত্র দিয়ে ফাসাতে গিয়ে নিজেই ফেসে গেলেন আপন স্বামী
তবারক হোসেন (৫০) তার ভাইপুত্র  আকতার। (৩০) নামের এক যুবক।  ঘটনাটি ঘটেছে গত ৬ এপ্রিল বিকাল ৩ টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া গ্রামে। 
সুত্রে জানা যায়, কালারমারছড়ার ফকিরজুম পাড়া গ্রামের মৃত বকতার আহমদের পুত্র তবারক হোসনের স্ত্রী পারভিন আক্তার গত ২০ মার্চ  বাড়ীর সবার অজান্তে  ১ ল টাকা নিয়ে পরকিয়া স্বামী সেলিম বাদশা নামক বিবাহিত যুবকের হাত ধরে পালিয়ে যায় চট্টগ্রামের পটিয়া এলাকায় । এ ঘটনায়  পারভীনের প্রথম স্বামী তবারক  হোসেনের  হোসেন মহেশখলী থানায় একটি অভিযোগ দায়েরন করেন  এবং বিষয়টি বিচারাধিন রয়েছে। এদিকে তবারক হোসেন খবর পেয়ে তার ভাইপুত্র আকতার সহ পটিয়া কালুপুল এলাকা থেকে তার স্ত্রী পারভিন ও পরকিয়া সেলিম আটক করে মহেশখালীতে ধরে এনে গত ৬ এপ্রিল বিকাল ৩ টায় সেলিম কে স্ত্রী ভাগিয়ে নেওয়ার অপরাধে উপর্যপরী মারধর করে তার কোমরে একটি দেশীয় তৈরী লম্বা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ সহ হাত বেধে রেখে পুলিশকে খবর দিলে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সামতে ঘটনাটি সাজোনো হওয়ায় সেলিম সহ অপর সংবাদদাতা তবারক , পারভিন, সেলিম ও আকতারকে গ্রেফতার করে মহেশখালী থানায় নিয়ে আসে। এসময় পারভীনের অবুঝ ২টি শিশু সন্তান ও রয়েছে। এদিকে আটককৃত পারভীন পুলিশকে বলেন তার প্রথম স্বামী তবারকের আরো ২টি অস্ত্র রয়েছে।
এব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনর্চাজ বলেন, এই ঘটনা প্রাথমিক ভাবে তন্দন্তে সাজানো মনে হওয়ায়  ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত পূর্বক গ্রেফতার কৃতদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...