শনিবার, ৭ এপ্রিল, ২০১২

জালালাবাদে ৫ জনের অস্বাভাবিক মৃত্যু

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ॥  
জালালাবাদে পুকুরে পড়ে ফের শিশু কন্যা নিহত হয়েছে। ৭ এপ্রিল বিকেলে পশ্চিম মোহনভিলায় এ ঘটনা ঘটে। এর আগে একই ইউনিয়নে পুকুরে পড়ে দু’চাচাতো সহোদরের মৃত্যু হয়েছে। এছাড়া ফ্যানে ওড়না পেঁচিয়ে নিহত হয়েছে স্কুল ছাত্রী। অন্যদিকে রাবারড্যাম থেকে উদ্ধার হয় দিনমজুর আবদুল আজিজের লাশ। উপর্যুপুরী এ অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন অভিভাবক মহল।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, শনিবার সাড়ে ৩টায় পশ্চিম মোহনভিলার সৌদি প্রবাসী আবদুল মজিদের বড় মেয়ে সুমাইয়া আক্তার (২)। প্রতিবেশী লাল মিয়ার পুকুর পাড়ে অন্য শিশুদের সাথে খেলা করছিল। এক পর্যায়ে তার জুতা পুকুরে পড়ে যায়। জুতা তোলতে গিয়ে সে ডুবে যায় পানিতে। খোঁজাখুঁজির এক পর্যায়ে দাদী মছুদা খাতুন তাকে ভাসতে দেখে অন্যদের সহযোগিতায় উদ্ধার করেন। পরে ঈদগাঁওতে ডাক্তারের কাছে নেয়ার পথে তার মৃত্যু হয়। প্রিয় কন্যার মৃত্যুর খবরে মাতা দিলারা আক্তার অজ্ঞান হলে তাকে ও স্থানীয় একটি কিনিকে ভর্তি করা হয়। বাদে মাগরিব মোহনভিলা কবরস্থানে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়।
এর পূর্বে একই ইউনিয়নে পুকুরে পড়ে দু’চাচাতো সহোদরার মৃত্যু হয়েছিল। অন্যদিকে তেলীপাড়ায় ফ্যানে ওড়না পেঁচিয়ে নিহত হয় স্কুল ছাত্রী রোমানা আমান উর্মি। এছাড়া রাবাড্যাম থেকে উদ্ধার হয় দিনমজুর আবদুল আজিজের লাশ। কিছুদিনের ব্যবধানে পরপর এ অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিভাবক ও আত্মীয় স্বজনদের মধ্যে দুঃচিন্তা নেমে এসেছে। উদ্বিগ্ন হয়ে পড়েছেন সচেতন এলাকাবাসী।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...