শনিবার, ৭ এপ্রিল, ২০১২

রাঙামাটিতে এশায়াত মাহফিলে অধ্যক্ষ ছৈয়্যদ মুনির উল্লাহ্ : অধিক দরুদ পাঠে অন্তরকে রাসূলপ্রেমে সিক্ত করে তোলে

প্রেস বিজ্ঞপ্তি ॥
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম আওলাদে রাসূল হযরতুলহাজ্ব শাহ্ছুফি অধ্যক্ষ আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, মহান আল্লাহর কৃপাদৃষ্টি লাভ করতে হলে
তাঁর প্রিয় হাবীব নবী করিম (দ.) এর প্রতি সর্বাধিক মুহাব্বত রাখতে হবে এবং তাঁর সুমহান আদর্শকে পূর্ণ অনুসরণ করতে হবে। আর এজন্যে খলিফায়ে রাসূল (দ.) কাগতিয়ার গাউছুল আজম প্রতিষ্ঠিত এ দরবারের অনুসারীদেরকে বাধ্যতামূলকভাবে নিয়মিত এগারশত এগারবার নবী করিম (দ.) এর উপর দরূদ পাঠের শিক্ষা দেয়া হয়। যা তাদের অন্তরকে সত্যিকার রাসূলপ্রেমে সিক্ত করে তোলে। বস্তুতঃ রাসূল (দ.) এর উপর যতবেশি দরূদ পাঠ করা যাবে, ততবেশি রাসূলপ্রেমের আধিক্য ঘটবে। যার ফলশ্রুতিতে গভীর রাসূলপ্রেম ও ভালোবাসায় সিক্ত হয়ে আজ এ দরবারের দেশ-বিদেশের অগণিত অনুসারী রাসূল (দঃ) এর আদর্শ-শিক্ষা ও নীতিমালার আলোকে জীবন গঠনে অপূর্ব সুযোগ লাভ করছে। 
তিনি গত ৬ এপ্রিল’১২ইং শুক্রবার রাঙামাটি পেীরসভা চত্বরে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১২০ নং রাঙামাটি শাখার উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উদ্যাপন উপলক্ষে আয়োজিত বিশাল এশায়াত মাহফিলে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
রাঙামাটি পেীরসভার মেয়র জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম (ভ’ট্টো) এর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন,রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সেলিম, রাঙামাটি প্রেস কাবের সাধারণ-সম্পাদক মোঃ আলী, সোনালী ব্যাংক রাঙামাটি  শাখার সিনিয়র এ∙িকিউটিব মুহাম্মদ অলিউন নবী। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া।                                                                                                                          
সভাপতির বক্তব্যে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম (ভ’ট্টো) বলেন, মানবীয় গুনাবলীর বিকাশ সাধনে রাসূল (দ.) এর অনুপম আদর্শ বাস্তবায়নে অনুপ্রাণিত করতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির গৃহীত পদক্ষেপসমূহে যুব সমাজকে সঠিক পথ নিদের্শনা দিবে।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ওলামা পরিষদের সচিব আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানফি, আল্লামা মুফতি কাজী আনোয়ারুল আলম ছিদ্দিকি, আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান ও মাওলানা মুহাম্মদ ফোরকান। । রাঙামাটিতে স্মরণকালের বৃহত্তম এ মাহফিলে দেশবরেণ্য বহু ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
মিলাদ-কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা কাগতিয়ার গাউছুল আজমের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।


এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...