অর্পন বড়ুয়া,রামু ॥
কক্সবাজারের রামুতে ৬টি বন মামলার আসামী ১ দুধ্বর্ষ কাঠচোরকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গতকাল ৬ এপ্রিল ভোররাত ৪ টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা টিলা পাড়া এলাকার বদিউজ্জমানের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। সে জোয়ারিয়ানালা ইউনিয়নের মালা পাড়া গ্রামের চানমিয়ার পুত্র মোঃ জসিম উদ্দিন বলে জানা গেছে। এদিকে একই দিনে অভিযান চালিয়ে হেরোইন সেবনকারী ৪ যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বিকাল সাড়ে ৩ টার দিকে রামু থানায় এ,এস,আই মংছাই সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাকমারকুল ইউনিয়নের দেয়াংপাড়া এলাকা থেকে ৪ জন মাদক সেবনকারীকে আটক করেন। তারা হলেন খরুলিয়া সিকদার পাড়া এলাকার আব্দুল গফুরের পুত্র মোঃ শওকত, দণি খরুলিয়া পাড়ার মৃত ফজল করিমের পুত্র বশির আহাম্মদ, খরুলিয়া ঘাটঘর পাড়ার নুর আহাম্মদের পুত্র আব্দুর রহিম, খরুলিয়া কোণার পাড়া এলাকার মৃত ইউসুফ আলীর পুত্র ছৈয়দ হোছন। এ,এস,আই মংছাই বলেন হেরোইন সেবনের অপরাধে ৪ যুবককে আটক করা হয়েছে। রামু উপজেলার মাদক নিয়ন্ত্রনে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
কক্সবাজারের রামুতে ৬টি বন মামলার আসামী ১ দুধ্বর্ষ কাঠচোরকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গতকাল ৬ এপ্রিল ভোররাত ৪ টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা টিলা পাড়া এলাকার বদিউজ্জমানের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। সে জোয়ারিয়ানালা ইউনিয়নের মালা পাড়া গ্রামের চানমিয়ার পুত্র মোঃ জসিম উদ্দিন বলে জানা গেছে। এদিকে একই দিনে অভিযান চালিয়ে হেরোইন সেবনকারী ৪ যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বিকাল সাড়ে ৩ টার দিকে রামু থানায় এ,এস,আই মংছাই সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাকমারকুল ইউনিয়নের দেয়াংপাড়া এলাকা থেকে ৪ জন মাদক সেবনকারীকে আটক করেন। তারা হলেন খরুলিয়া সিকদার পাড়া এলাকার আব্দুল গফুরের পুত্র মোঃ শওকত, দণি খরুলিয়া পাড়ার মৃত ফজল করিমের পুত্র বশির আহাম্মদ, খরুলিয়া ঘাটঘর পাড়ার নুর আহাম্মদের পুত্র আব্দুর রহিম, খরুলিয়া কোণার পাড়া এলাকার মৃত ইউসুফ আলীর পুত্র ছৈয়দ হোছন। এ,এস,আই মংছাই বলেন হেরোইন সেবনের অপরাধে ৪ যুবককে আটক করা হয়েছে। রামু উপজেলার মাদক নিয়ন্ত্রনে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।