শনিবার, ৭ এপ্রিল, ২০১২

রামু বুড্ডিস্ট স্টুডেন্ট কাউন্সিল-এর উদ্যোগ : বৌদ্ধ ধর্মীয় মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত

রামু নিউজ রিপোর্ট ॥ 
বৌদ্ধ ধর্মীয় বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতাবৃদ্ধি এবং উৎকর্ষ সাধনে কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধ ধর্মীয় মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়েছে। গত শুক্রবার (৫ এপ্রিল) রামু খিজারী বামির্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে
এসএসসি ২০১২ ব্যাচের সংগঠন ‘রামু বুড্ডিস্ট স্টুডেন্ট কাউন্সিল’ এ পরীক্ষার আয়োজন করে। পরীক্ষায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দশটি বিদ্যালয়ের ২০৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।
গতকাল অনুষ্টিত এ পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করেন,এ বিদ্যালয়ের প্রধান শিক সুমন বড়ুয়া, প্রবীন শিক ফরিদ আহম্মদ, জিটু বড়ুয়া,সুদর্শন বড়ুয়া,হিল্লোল বড়ুয়া,বাবুল বড়ুয়া,বিভাষ বড়ুয়া,রোনেক্স বড়ুয়া ও অংছৈ রাখাইন। এ ছাড়াও আয়োজকদের মধ্যে সংগঠনের সভাপতি অর্ক বড়ুয়া,সাধারণ সম্পাদক মাইকেল বড়ুয়া, সহসভাপতি প্রিয়াঙ্কা বড়ুয়া উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, মূলত বৌদ্ধ ধর্মীয় বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং উৎকর্ষ সাধনে এ পরীক্ষার আয়োজন করা হয়। এ পরীক্ষায়  চতুর্থ থেকে দশম শ্রেণী পযর্ন্ত দশটি বিদ্যালয়ের ২০৩ জন শিক্ষার্থী অংশ নেয়। সেখান থেকে প্রতি শ্রেণী থেকে তিনজন করে ২১জনকে মেধাবৃত্তি দেওয়া হবে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...