রামু নিউজ ক্রাইম রিপোর্টার, ঈদগাঁও ।
রেবের হাতে কক্সবাজারে আটক হলো ঈদগাঁওর আলোচিত সাগর। ৫ এপ্রিল রাত ২টায় র্যাব-৭এর একটি দল হোটেল মোটেল জোন এলাকা থেকে আটক করে পরে মডেল থানায় সোপর্দ করে। আটককৃত আনছার উল্লাহ সাগর (৩৬) সদর উপজেলার পূর্ব গোমাতলীর মৃত আলম সওদাগরের পুত্র এবং বর্তমানে ঈদগাঁও জাগির পাড়ার বাসিন্দা। র্যাব সূত্রে জানা গেছে,ঈদগাঁও বাঁশঘাটার জনৈকা শেমসাদ জাহান টুম্পার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, অভিযোগকারী তরুণীর সাথে আটককৃত সাগরের দীর্ঘদিন অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে তার দাম্পত্য জীবনে স্ত্রীর সাথে নানা মনোমালিন্য ও ব্যাপক কলহের সৃষ্টি হয়েছিল। এক সময় এলাকাবাসীর সহযোগিতায় ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ বাঁশঘাটাস্থ টুম্পার বাড়ী থেকে আপত্তিকর অবস্থায় আটক করে। পরে স্থানীয় মধ্যস্থতায় পুলিশ অবশ্যই সাগরকে ছেড়ে দেয়। ইত্যবসরে এ প্রেমিক যুগলের একাধিক আপত্তিকর ও স্পর্শকাতর ছবি সামাজিক ওয়েব সাইট ফেসবুকে ছড়িয়ে দেয়া হলে বৃহত্তর ঈদগাঁওতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। অনেকের বিরুদ্ধে ফেসবুক থেকে ডাউনলোড করে অন্যদের মোবাইলে ছড়িয়ে দিয়ে টুপাইস কামাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আপত্তিকর এসব ছবি ফাঁস হয়ে যাওয়ায় দীর্ঘদিনের প্রেমিকা টুম্পা তার বিরুদ্ধে অব্স্থান নিয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত সাগরকে ছাড়িয়ে নিতে একটি প থানায় ব্যাপক তদবীর চালাচ্ছিল। তবে এলাকার অনেকেই এ দু’জনের অতীত অপকর্মের সুষ্টু তদন্ত সাপেে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
রেবের হাতে কক্সবাজারে আটক হলো ঈদগাঁওর আলোচিত সাগর। ৫ এপ্রিল রাত ২টায় র্যাব-৭এর একটি দল হোটেল মোটেল জোন এলাকা থেকে আটক করে পরে মডেল থানায় সোপর্দ করে। আটককৃত আনছার উল্লাহ সাগর (৩৬) সদর উপজেলার পূর্ব গোমাতলীর মৃত আলম সওদাগরের পুত্র এবং বর্তমানে ঈদগাঁও জাগির পাড়ার বাসিন্দা। র্যাব সূত্রে জানা গেছে,ঈদগাঁও বাঁশঘাটার জনৈকা শেমসাদ জাহান টুম্পার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, অভিযোগকারী তরুণীর সাথে আটককৃত সাগরের দীর্ঘদিন অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে তার দাম্পত্য জীবনে স্ত্রীর সাথে নানা মনোমালিন্য ও ব্যাপক কলহের সৃষ্টি হয়েছিল। এক সময় এলাকাবাসীর সহযোগিতায় ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ বাঁশঘাটাস্থ টুম্পার বাড়ী থেকে আপত্তিকর অবস্থায় আটক করে। পরে স্থানীয় মধ্যস্থতায় পুলিশ অবশ্যই সাগরকে ছেড়ে দেয়। ইত্যবসরে এ প্রেমিক যুগলের একাধিক আপত্তিকর ও স্পর্শকাতর ছবি সামাজিক ওয়েব সাইট ফেসবুকে ছড়িয়ে দেয়া হলে বৃহত্তর ঈদগাঁওতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। অনেকের বিরুদ্ধে ফেসবুক থেকে ডাউনলোড করে অন্যদের মোবাইলে ছড়িয়ে দিয়ে টুপাইস কামাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আপত্তিকর এসব ছবি ফাঁস হয়ে যাওয়ায় দীর্ঘদিনের প্রেমিকা টুম্পা তার বিরুদ্ধে অব্স্থান নিয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত সাগরকে ছাড়িয়ে নিতে একটি প থানায় ব্যাপক তদবীর চালাচ্ছিল। তবে এলাকার অনেকেই এ দু’জনের অতীত অপকর্মের সুষ্টু তদন্ত সাপেে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।