রামু নিউজ প্রতিবেদক, ঈদগাঁও॥
ঈদগাঁও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) প্রতিনিধি দল। নেতৃত্বে ব্লাস্ট ট্রাস্টি বোর্ড কর্মকর্তারা। ৬ এপ্রিল সকালে ইউনিয়ন পরিষদে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি ও ব্লাস্ট ট্রাস্টি বোর্ড সদস্য ড.রাবিয়া ভূইয়ার নেতৃত্বে অপরাপর কর্মকর্তাদের স্বাগত জানান ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। সাথে ছিলেন সংস্থার চট্টগ্রাম বিভাগস্থ প্রকল্প সমন্বয়কারী মোঃ আবদুল মতিন, প্রধান কার্যালয়ের তদন্ত ও মনিটরিং সেলের সমন্বয়কারী মোঃ আবদুল মালেক,উপজেলা গ্রাম আদাতের সুপার ভাইজার মোঃ শাহাজাহান। অন্যদের মধ্যে ছিলেন মেম্বার ছফুর আলম, মেম্বার প্রিয় রঞ্জন পাল, মেম্বার সেলিম উল্লাহ সিরাজী, মেম্বার কেফায়েত উল্লাহ কেফা, মেম্বার রুবি আক্তার, গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শক খূরশিদা আক্তার খুশি ও সুবল দাশ। পরিদর্শনকালে তারা জানতে পারেন যে, জানুয়ারী থেকে এ পর্যন্ত গ্রাম আদালতে ১২টি মামলা নিস্পত্তি এবং ২৬ টি চলমান রয়েছে। তবে গ্রাম আদালত কার্যক্রমে যথেষ্ট সীমাবদ্ধতা থাকায় বেশিরভাগ মামলা এ আদালতের মাধ্যমে নিস্পত্তি না হয়ে শালিসীর মাধ্যমে নিস্পত্তি করা হয়েছে। বিষয়টি তারা ব্লাস্টের কাছে উপস্থাপন করার কথা জানান। পরিদর্শনকারীরা মন্তব্য করেন, গ্রাম আদালত প্রতিষ্ঠা সমাজের এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। চেয়ারম্যান ও সদস্যবৃন্দরা যথেষ্ট উৎসাহ নিয়ে উক্ত কাজ করছেন। তিনি ব্লাস্টের প থেকে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দেন।
ঈদগাঁও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) প্রতিনিধি দল। নেতৃত্বে ব্লাস্ট ট্রাস্টি বোর্ড কর্মকর্তারা। ৬ এপ্রিল সকালে ইউনিয়ন পরিষদে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি ও ব্লাস্ট ট্রাস্টি বোর্ড সদস্য ড.রাবিয়া ভূইয়ার নেতৃত্বে অপরাপর কর্মকর্তাদের স্বাগত জানান ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। সাথে ছিলেন সংস্থার চট্টগ্রাম বিভাগস্থ প্রকল্প সমন্বয়কারী মোঃ আবদুল মতিন, প্রধান কার্যালয়ের তদন্ত ও মনিটরিং সেলের সমন্বয়কারী মোঃ আবদুল মালেক,উপজেলা গ্রাম আদাতের সুপার ভাইজার মোঃ শাহাজাহান। অন্যদের মধ্যে ছিলেন মেম্বার ছফুর আলম, মেম্বার প্রিয় রঞ্জন পাল, মেম্বার সেলিম উল্লাহ সিরাজী, মেম্বার কেফায়েত উল্লাহ কেফা, মেম্বার রুবি আক্তার, গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শক খূরশিদা আক্তার খুশি ও সুবল দাশ। পরিদর্শনকালে তারা জানতে পারেন যে, জানুয়ারী থেকে এ পর্যন্ত গ্রাম আদালতে ১২টি মামলা নিস্পত্তি এবং ২৬ টি চলমান রয়েছে। তবে গ্রাম আদালত কার্যক্রমে যথেষ্ট সীমাবদ্ধতা থাকায় বেশিরভাগ মামলা এ আদালতের মাধ্যমে নিস্পত্তি না হয়ে শালিসীর মাধ্যমে নিস্পত্তি করা হয়েছে। বিষয়টি তারা ব্লাস্টের কাছে উপস্থাপন করার কথা জানান। পরিদর্শনকারীরা মন্তব্য করেন, গ্রাম আদালত প্রতিষ্ঠা সমাজের এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। চেয়ারম্যান ও সদস্যবৃন্দরা যথেষ্ট উৎসাহ নিয়ে উক্ত কাজ করছেন। তিনি ব্লাস্টের প থেকে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দেন।