॥সাংস্কৃতিক প্রতিবেদক, কক্সবাজার॥
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ভুক্ত জেলার অন্যতম নাট্য সংগঠন কক্সবাজার থিয়েটার আগামী ২৭ মার্চ ৫০তম বিশ্ব নাট্য দিবস উপল্েয দিনব্যাপী কর্মসূচী পালন করবে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ১০টায় নাট্যকর্মী সমাবেশ, র্যালী ও নাটকের গান। বিকাল ৪টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আলোচনা সভা ও বাংলাদেশের থিয়েটার চর্চার আলোকে উল্লেখযোগ্য ৫টি মঞ্চ নাটকের মাল্টিমিডিয়া প্রদর্শনী।
এছাড়াও ৫০তম নাট্য দিবসকে স্মরণিয় করতে কক্সবাজার থিয়েটার সন্ধ্যে সাড়ে ৭টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে দর্শক নন্দিত নাটক ‘টু ইডিয়টস্’ এর ৫০তম প্রদর্শনী মঞ্চায়ন করবে। রুশ গল্পকার সালতিকভ শেচদ্রিন’র গল্প অবলম্বনে মুল নাটকটি রচনা করেছেন উপমহাদেশের বিশিষ্ট নাট্যকার চন্দন সেন। রূপান্তর ও নির্দেশনায় স্বপন ভট্টাচার্য্য। উল্লেখ থাকে যে, কক্সবাজার জেলায় কোন মঞ্চ নাটকের এটাই হবে প্রথম বারের মত ৫০তম প্রদর্শনী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাপস রক্ষিত, আবুল মনজুর, আবু দাউদ চৌধুরী রিপন, সুশান্ত পাল বাচ্চু, বদরুল আলম লিটন, দেবাশিষ দাশ, তাপস বড়–য়া, গিয়াস উদ্দিন মুকুল, ইশমত আরা ইসু, আজাদ মনসুর, আশুতোষ রুদ্র, রুনা আক্তার, সাগর পাল, সুচিত্রা পাল চুমকি, প্রবাল পাল, ফাল্গুনী দাশ ফাগুন, অমির দাশ প্রমূখ।
নাটকের ৫০ তম মঞ্চায়ন উপলক্ষ্যে শুভেচ্ছা জানাবেন জেলার মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমান, পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরসহ কক্সবাজারের সকল নাট্যকর্মী এবং বিভিন্ন সাংষ্কৃতিক সংগঠক বৃন্দ। কক্সবাজার থিয়েটারের সভাপতি ইকবাল মোহাম্মদ শামশুল হুদা টাইডেল ও সাধারণ সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত জেলার সকল নাট্যকর্মী, সংগঠক, দর্শক ও শুভানুধ্যায়িদের উল্লেখিত অনুষ্ঠানমালায় শুভেচ্ছা এবং নাটক দেখার আমন্ত্রণ জানিয়েছেন।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ভুক্ত জেলার অন্যতম নাট্য সংগঠন কক্সবাজার থিয়েটার আগামী ২৭ মার্চ ৫০তম বিশ্ব নাট্য দিবস উপল্েয দিনব্যাপী কর্মসূচী পালন করবে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ১০টায় নাট্যকর্মী সমাবেশ, র্যালী ও নাটকের গান। বিকাল ৪টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আলোচনা সভা ও বাংলাদেশের থিয়েটার চর্চার আলোকে উল্লেখযোগ্য ৫টি মঞ্চ নাটকের মাল্টিমিডিয়া প্রদর্শনী।
এছাড়াও ৫০তম নাট্য দিবসকে স্মরণিয় করতে কক্সবাজার থিয়েটার সন্ধ্যে সাড়ে ৭টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে দর্শক নন্দিত নাটক ‘টু ইডিয়টস্’ এর ৫০তম প্রদর্শনী মঞ্চায়ন করবে। রুশ গল্পকার সালতিকভ শেচদ্রিন’র গল্প অবলম্বনে মুল নাটকটি রচনা করেছেন উপমহাদেশের বিশিষ্ট নাট্যকার চন্দন সেন। রূপান্তর ও নির্দেশনায় স্বপন ভট্টাচার্য্য। উল্লেখ থাকে যে, কক্সবাজার জেলায় কোন মঞ্চ নাটকের এটাই হবে প্রথম বারের মত ৫০তম প্রদর্শনী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাপস রক্ষিত, আবুল মনজুর, আবু দাউদ চৌধুরী রিপন, সুশান্ত পাল বাচ্চু, বদরুল আলম লিটন, দেবাশিষ দাশ, তাপস বড়–য়া, গিয়াস উদ্দিন মুকুল, ইশমত আরা ইসু, আজাদ মনসুর, আশুতোষ রুদ্র, রুনা আক্তার, সাগর পাল, সুচিত্রা পাল চুমকি, প্রবাল পাল, ফাল্গুনী দাশ ফাগুন, অমির দাশ প্রমূখ।
নাটকের ৫০ তম মঞ্চায়ন উপলক্ষ্যে শুভেচ্ছা জানাবেন জেলার মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমান, পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরসহ কক্সবাজারের সকল নাট্যকর্মী এবং বিভিন্ন সাংষ্কৃতিক সংগঠক বৃন্দ। কক্সবাজার থিয়েটারের সভাপতি ইকবাল মোহাম্মদ শামশুল হুদা টাইডেল ও সাধারণ সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত জেলার সকল নাট্যকর্মী, সংগঠক, দর্শক ও শুভানুধ্যায়িদের উল্লেখিত অনুষ্ঠানমালায় শুভেচ্ছা এবং নাটক দেখার আমন্ত্রণ জানিয়েছেন।