॥ মহসীন শেখ, কক্সবাজার ॥
কক্সবাজার শহরের কলাতলী এলাকার উত্তরণ আবাসিক গৃহায়ন প্রকল্প এলাকা থেকে লিটন ধর (৩০) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় কক্সবাজার
সদর থানার পুলিশ লাশটি উদ্ধার করেন।লিটন ধর রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির রসহরি ধরের ছেলে। তিনি গত ২১ মার্চ উখিয়া উপজেলার মরিচ্যা থেকে নিখোঁজ হয়েছিল।
লিটন ধরের ভগ্নিপতি প্রদীপ ধর জানান, গত ২১ মার্চ রাতে মরিচ্যা বাজারের থিম্ময় জুয়েলার্স থেকে ব্যবসায়ী কাজ
শেষে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হয়। বিষয়টি রামু থানাকেও অবহিত করা হয়েছে এবং বিভিন্ন এলাকার লোকজনদের কাছে খবর জানাতে ফোন নম্বর দিয়ে যাই। এর সুত্র ধরে শনিবার সকালে কলাতলী থেকে এক মৌলভী মোবাইল ফোনে একটি লাশ পাওয়ার খবর জানালে তারা ঘটনাস্থলে এসে লাশটি লিটন ধরের বলে সনাক্ত করেন। এরপর বিষয়টি কক্সবাজার সদর থানায় অবহিত করা হয়। কক্সবাজার শহরের কলাতলী এলাকার উত্তরণ আবাসিক গৃহায়ন প্রকল্প এলাকা থেকে লিটন ধর (৩০) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় কক্সবাজার
সদর থানার পুলিশ লাশটি উদ্ধার করেন।লিটন ধর রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির রসহরি ধরের ছেলে। তিনি গত ২১ মার্চ উখিয়া উপজেলার মরিচ্যা থেকে নিখোঁজ হয়েছিল।
লিটন ধরের ভগ্নিপতি প্রদীপ ধর জানান, গত ২১ মার্চ রাতে মরিচ্যা বাজারের থিম্ময় জুয়েলার্স থেকে ব্যবসায়ী কাজ
কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল এর নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে। প্রদীপ ধর আরো জানান, কেউ অপহরণ করে পরিকল্পিতভাবে লিটন ধরকে হত্যা করা হয়েছে। তবে কারো সাথে বিরোধ রয়েছে কিনা বিষয়টি তারা জানেন না। কক্সবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। মুখে একটি দাঁতও নেই।
কক্সবাজার থানার পরিদর্শক (ওসি) বদরুল আলম তালুকদার জানান, এই ব্যাপারে কেউ অভিযোগ নিয়ে আসেনি। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।