শনিবার, ২৪ মার্চ, ২০১২

এলাকাবাসীর একটি স্বপ্ন পূরণ: দীর্ঘ দু’যুগ পর ঈদগাঁও ভাদিতলা সড়কের উন্নয়ন কাজ শুরু

॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ॥  
দীর্ঘ দু’যুগ পর অবশেষে ঈদগাঁও ভাদিতলা-দরগাহ পাড়া সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। এতে করে এতদাঞ্চলের অবহেলিত জনগণের একটি স্বপ্ন পূরন হতে চলেছে। সরেজমিন পরিদর্শন ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ঈদগাঁও বাসষ্টেশন টু দরগাহ পাড়া-ভাদিতলা-ভোমরিয়াঘোনা সংযোগ সড়কটি বছরের পর বছর অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত রয়েছে। সরকার যায় সরকার আসে, চেয়ারম্যনের পর চেয়ারম্যান আসে, কিন্তু এ সড়কের কোন উন্নয়ন না হওয়ায় এলাকাবাসীদের মধ্যে চাপা ক্ষোভের পাশাপাশি উন্নয়নের জোরালো দাবী উঠতে থাকে। ইউনিয়নের সবচেয়ে বেশি ভোটার ও জনসংখ্যা অধ্যূষিত এতদ এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়কটি দীর্ঘদিন থেকে যায় খুবই অবহেলিত। যার বহিঃ প্রকাশ ঘটে বিগত ইউপি নির্বাচনের ফলাফলে। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রশাসন অবশেষে এ সড়কের উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়নের জন্য ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ মঞ্জুর করে। ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনা ও তদারকীতে শেষ পর্যন্ত গত ক’দিন আগে সড়কটির ডাবল ব্রীক সলিন দ্বারা উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। প্রায় সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যরে সড়কটির উন্নয়ন কার্যক্রম আগামী ১ মাসের মধ্যে সমাপ্ত হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। কার্যক্রম শুরুর পরের দিন চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী উন্নয়ন কার্যক্রম তদারক ও পরিদর্শন করতে সরেজমিন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় শিশুদের মিষ্টিমুখ ও করান। এলাকাবাসীদের মতে চির অবহেলিত সড়কটির উন্নয়ন যেন তাদের নিকট অমাবস্যার চাঁদ।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...