॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ॥
দীর্ঘ দু’যুগ পর অবশেষে ঈদগাঁও ভাদিতলা-দরগাহ পাড়া সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। এতে করে এতদাঞ্চলের অবহেলিত জনগণের একটি স্বপ্ন পূরন হতে চলেছে। সরেজমিন পরিদর্শন ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ঈদগাঁও বাসষ্টেশন টু দরগাহ পাড়া-ভাদিতলা-ভোমরিয়াঘোনা সংযোগ সড়কটি বছরের পর বছর অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত রয়েছে। সরকার যায় সরকার আসে, চেয়ারম্যনের পর চেয়ারম্যান আসে, কিন্তু এ সড়কের কোন উন্নয়ন না হওয়ায় এলাকাবাসীদের মধ্যে চাপা ক্ষোভের পাশাপাশি উন্নয়নের জোরালো দাবী উঠতে থাকে। ইউনিয়নের সবচেয়ে বেশি ভোটার ও জনসংখ্যা অধ্যূষিত এতদ এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়কটি দীর্ঘদিন থেকে যায় খুবই অবহেলিত। যার বহিঃ প্রকাশ ঘটে বিগত ইউপি নির্বাচনের ফলাফলে। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রশাসন অবশেষে এ সড়কের উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়নের জন্য ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ মঞ্জুর করে। ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনা ও তদারকীতে শেষ পর্যন্ত গত ক’দিন আগে সড়কটির ডাবল ব্রীক সলিন দ্বারা উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। প্রায় সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যরে সড়কটির উন্নয়ন কার্যক্রম আগামী ১ মাসের মধ্যে সমাপ্ত হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। কার্যক্রম শুরুর পরের দিন চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী উন্নয়ন কার্যক্রম তদারক ও পরিদর্শন করতে সরেজমিন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় শিশুদের মিষ্টিমুখ ও করান। এলাকাবাসীদের মতে চির অবহেলিত সড়কটির উন্নয়ন যেন তাদের নিকট অমাবস্যার চাঁদ।