শনিবার, ২৪ মার্চ, ২০১২

মহেশখালীতে ২দিন ব্যাপী ৩য় কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ-১২ ইং উদ্বোধন

॥ নিজস্ব প্রতিবেদক, মহেশখালী ॥  
মহেশখালী উপজেলায় স্কাউটস এর ৩য় কাব ক্যাম্পুরী ও ৩য় স্কাউটস সমাবেশ-১২ ইং  উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক। স্কাউটস এর উক্ত উদ্বোধনী অনুষ্টানটি মহেশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত ২৩ মার্চ উপজেলা নির্বাহী অফিসার এটিএম কাউছার হোসেন স্কাউটস
সভাপতি মহেশখালী এর  সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম স্কাউটের আঞ্চলিক লিডার মোফাজ্জল আহমদ , গিয়াস উদ্দীন চৌধুরী সহ সভাপতি বাংলাদেশ স্কাউটস মহেশখালী ,আবু তালেব  সাবেক স্কাউটস্ সম্পাদক ,স্বাগত বক্তব্য রাখেন মিজানুর রহমান সাধারন সম্পাদক বাংলাদেশ স্কাউটস মহেশখালী । অনুষ্টান পরিচালনায় করেন আ ন ম আজগর হোসেন ক্যাম্পরী চীফওএ ,এল,টি রামু কক্সবাজার।  এতে আরো উপস্থিত ছিলেন , এ এল টি আব্দুৃল হান্নান ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান হতে আগত স্কাউট লিডার ও কাব লিডার সহ প্রশিক্ষক বৃন্দরা।
বক্তারা বলেন,স্কাউটস একটি সম্পুর্ন অরাজনৈতিক সংগঠন, ছাত্র জীবনে স্কাউটসে অংশগ্রহন করা প্রতিটি স্কুল পড়–য়া ছাত্র ছাত্রীদের দায়িত্ব ,সুন্দর জাতী গঠনে স্কাউট এর ভুমিকা অনষীকার্য। এতে বক্তরা আরো বলেন যে সমস্ত শিক্ষা প্রতিষ্টানের ছাত্রছাত্রীদের কাজ থেকে স্কাউটস নাম দিয়ে টাকা উঠিয়ে উক্ত খাদে ব্যয় না করে অন্য মাধ্যমে ব্যায় করাপর পায়তারা করছে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্টান কে অনবিলম্ভে ছাত্রছাত্রীদের স্কাউটস এর পোষাক তৈরী করে দেওয়ার পরার্মশ সহ যাবতীয় পরিপত্রে বিধি মেনে চলার তাগিত দিয়েছেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...