॥ প্রেস বিজ্ঞপ্তি ॥
কক্সবাজার সাহিত্য একাডেমীর স্থায়ী পরিষদ ও নির্বাহী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ শুক্রবার বিকালে কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে একাডেমীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
পালন এবং ৩১ মার্চ অকাল প্রয়াত গবেষক অধ্যাপক মালিক সোবহানের মৃত্যুবার্ষিকী পালন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। একাডেমীর সাধারণ সম্পাদক রুহুল কাদের বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় একাডেমীর কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি অধ্যাপক দিলওয়ার চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আকতার, অফিস ও দপ্তর সম্পাদক আজাদ মনসুর, সদস্য মোহাম্মদ আমিরুদ্দীন, জহির ইসলাম, কালাম আজাদ, রাজবিহারী চৌধুরী, স্থায়ী পরিষদ সদস্য মীর্জা মনোয়ার হাসান, নুরুল আজিজ চৌধুরী, এডভোকেট নুরুল হক প্রমুখ।উক্ত সভায় আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে ওই দিন বিকালে কক্সবাজার প্রেস ক্লাবে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর, ৩১ মার্চ অকাল প্রয়াত গবেষক অধ্যাপক মালিক সোবহানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও আলোচনা সভা , ৬-৭ এপ্রিল কবিতাবাংলা আয়োজিত রবীন্দ্র স্মরণ ও জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা আসামের ভাষা সম্মাননা পুরষ্কার ভূষিত উপলক্ষ্যে সংবর্ধনা, ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন, ২৭ এপ্রিল সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং এ উপলক্ষ্যে একাডেমীর মুখপত্র সমুদ্র সংলাপ প্রকাশ। সমুদ্র সংলাপে লেখা ছাপাতে আগ্রহী কবি-লেখকদেরকে আগামী ১০ এপ্রিল এর মধ্যে সাহিত্য একাডেমীর সভাপতি/সমুদ্র সংলাপ সম্পাদক সুলতান আহমেদ/ সাধারণ সম্পাদক রুহুল কাদের বাবুল/ একাডেমীর নির্বাহী সদস্য কালাম আজাদ এর বরাবরে জমা দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
এর আগে একাডেমীর নিয়মিত ২৭৪ তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। এতে স্বরচিত কবিতা ও আলোচনায় অংশ নেন শামীম আকতার, মীর্জা মনোয়ার হাসান, নুরুল আজিজ চৌধুরী, এডভোকেট নুরুল হক রাজবিহারী চৌধুরী মোহাম্মদ আমিরুদ্দীন, সিরাজুল কবির বুলবুল জহির ইসলাম, কালাম আজাদ, আজাদ মনসুর, আতিক সুজন প্রমুখ।