শনিবার, ২৪ মার্চ, ২০১২

কক্সবাজার পৌরসভার কয়েক কোটি টাকার গাড়ি ও যন্ত্রাংশ পড়ে আছে

॥ সৈয়দুল কাদের, কক্সবাজার ॥  
পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকরেল্প প্রায় দুই কোটি টাকা মুল্যের গাড়ী ও যন্ত্রাংশ দায়সারা ভাবে পড়ে আছে পুরাতন পৌরসভা কার্যালয়ে। কতিপয় পৌর কর্মচারির সহায়তায় বিপুল পরিমান যন্ত্রাংশ ইতিমধ্যে চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কক্সবাজার পৌরসভা ও মাঝারি শহর উন্নয়ন প্রকল্পের প্রায় কয়েক কোটি টাকা মুল্যের গাড়ী যন্ত্রাংশ এখন নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক তৃতীয় শ্রেণীর কর্মচারি জানান, দীর্ঘদিন যাবত গাড়ী ও যন্ত্রাংশ গুলো পড়ে থাকায় প্রায় নষ্ট হয়ে গেছে। যা রাখা হয়েছিল তার অর্ধেকও এখন নেই। প্রতি রাতে মাদকসেবিরা বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিয়ে যাচ্ছে। এতে জড়িত রয়েছে কয়েকজন পৌরসভার কর্মচারি।
অভিযোগ রয়েছে পরিচ্ছন্নতা বিভাগের দায়িত্বশীল কয়েকজন কর্মচারি ইতিমধ্যে মাঝারি শহর উন্নয়ন প্রকল্পের অধিকাংশ ভ্যানগাড়ী বেহাত করে ফেলেছে। জাপানি সহযোগী সংস্থার কোটি টাকার গাড়িও এখন মাটিতে পরিণত হয়েছে। স্থানিয় সরকার মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত গাড়ীও এখন নিলামের অনপুযোগী হয়ে পড়েছে।
এই ব্যপারে কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজ বিহারী দাশ জানান উন্নয়ন সহযোগীদের অনুমোদন না পাওয়ায় গাড়ী এবং যন্ত্রাংশ গুলো নিলাম দেওয়া যাচ্ছেনা। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে পত্র দেওয়া হয়েছে। তারা অনুমতি দিলে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...