শনিবার, ২৪ মার্চ, ২০১২

'ব্র্যাক' আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় 'রামু উচ্চ বালিকা বিদ্যালয়' চ্যাম্পিয়ন

॥ নিজস্ব প্রতিবেদক, রামু ॥  
বেসরকারি উন্নয়ন সংস্থা 'ব্র্যাক' আয়োজিত কক্সবাজার জেলার চতুর্থ গ্রুপের আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় রামু উচ্চ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল ২৩ মার্চ দিনব্যাপী রামু উচ্চ বালিকা বিদ্যালয় ভেন্যুতে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় মোট আটটি বিদ্যালয়ের বিতর্ক-দল অংশগ্রহণ
করে। বিতর্কের নির্ধারিত বিষয় ছিল 'অধ্যবসায় নয়, কেবল মেধা থাকলেই পরীক্ষায় ভালো ফল করা যায়'। রামু উচ্চ বালিকা বিদ্যালয় প্রথম রাউন্ডে আলহাজ্ব ফজল-আম্বিয়া উচ্চ বিদ্যালয়কে ৩-নম্বর ব্যবধানে পরাজিত করে সেমি-ফাইনালে উত্তীর্ণ হয়।
প্রথম রাউন্ডে রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের বিতার্কিকরা প্রস্তাবনার পক্ষে অবস্থান নেয়। সেমি-ফাইনালে তারা একই প্রস্তাবনার বিপক্ষে অবস্থান নিয়ে উখিয়া উপজেলার মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়কে ১৬-নম্বর ব্যবধানে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনালে রামু উচ্চ বালিকা বিদ্যালয় পুনরায় একই প্রস্তাবনার পক্ষে অবস্থান নিয়ে উখিয়া উপজেলার মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়কে ৬-নম্বর ব্যবধানে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের পাঁচ সদস্যবিশিষ্ট বিতর্ক-দলের প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা ও দলনেতা হিসাবে দায়িত্ব পালন করেছে যথাক্রমে মৌমিতা বড়ুয়া (নবম শ্রেণী), উম্মে আদনান গফুর (অষ্টম শ্রেণী) এবং অর্পিতা পাল মণি (সপ্তম শ্রেণী)। আর দলে থেকে এদের সহযোগী হিসাবে দায়িত্ব পালন করেছে অর্পিতা বড়ুয়া প্রজ্ঞা (নবম শ্রেণী) এবং অর্পিতা শর্মা সুরেখা (ষষ্ঠ শ্রেণী)। রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের বিতর্ক-দলের গাইড হিসাবে দায়িত্ব পালন করেছেন জ্যেষ্ঠ শিক্ষক মং হ্লা প্রু পিন্টু।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...