শনিবার, ২৪ মার্চ, ২০১২

উখিয়ায় সিএনজি টেক্সি চুরি

॥ উখিয়া সংবাদদাতা ॥  
উখিয়ার সমুদ্র উপকুলবর্তী মোহাম্মদ শফির বিল এলাকা থেকে বৃহস্পতিবার রাতে একটি সিএনজি অটোরিক্সা চুরি হয়েছে। সংঘবদ্ধ গাড়ী চোর সিন্ডিকেট চক্রের সদস্যরা এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করছেন উখিয়া থানা পুলিশ। থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, মোহাম্মদ শফির বিল
গ্রামের মৃত মোহাম্মদ জলিলের ছেলে মোহাম্মদ আজিজের মালিকানাধীন কক্সবাজার থ, ১১- ১৩৭৪ নং গাড়ী খানা ২২ মার্চ বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় বাড়ীর উঠানে রেখে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়ে।
শুক্রবার ভোরে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে উঠানে গাড়ি না দেখে হতবম্ভ হয়ে পড়ে। বিভিন্ন সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে সম্প্রতি উক্ত অটোরিক্সাটি প্রায় সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে ক্রয় করে জীবিকা নির্বাহ করে আসছিল বলে মোঃ আজিজ জানান।
গতকাল এ ঘটনায় উখিয়া থানায় জিডি লিপিবদ্ধ করা করা হয়েছে। তদন্তকারী দারোগা এএসআই সামাদ সিএনজি অটোরিক্সা চুরি হওয়ার ঘটনা স্বীকার করে বলেন, সম্ভাব্য সব স্থানে খোজ নেওয়া হচ্ছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...