শনিবার, ২৪ মার্চ, ২০১২

পালাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ সম্পন্ন

॥ প্রেস বিজ্ঞপ্তি ॥  
পালাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২দিনব্যাপী বার্ষিক ত্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সাবেক প্যানেল মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহেদুল ইসলামের
লিটুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হেলাল উদ্দিন সেলিমের সার্বিক পরিচালনায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা আ’লীগ নেতা জাফর আলম বিএ (অনার্স) এম.এ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার মহাজন ও আশিষ কুমার আচার্য্য, মাষ্টার আব্বাস আহমদ, কাউন্সিলর এনামুল হক বাবু, মহিলা কাউন্সিলর আনজুমান আরা। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হুরে জান্নাত মিলি, সহকারী শিক্ষিকা জেসমিন জন্নাত চৌধুরী, শাহেদা বেগম, আবছারুল ইসলাম মিন্টু, আজিজুন নাহার, রুহানা বেগম, ফজলুল কাদের, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি জামাল উদ্দিন, জয়নাল উদ্দিন, আশরাফ আলী, হারাধন চন্দ্র সূশীল, গিয়াস উদ্দিন, আলেয়া বেগম, রাশেদা বেগম, রশিদ আহমদ, রাজিয়া বেগম প্রমুখ। পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।


এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...