শনিবার, ২৪ মার্চ, ২০১২

বাবার কুলখানিতে দুই ছেলের মৃত্যু

॥ রামু নিউজ ডেস্ক ॥  
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যক্তির কুলখানির অনুষ্ঠানে মৃত্যু হয়েছে দুই ছেলের। অচেতন হয়ে পড়া মেয়েকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
শুক্রবারের এই ঘটনায় দুই তরুণের মৃত্যু এবং তাদের বোনের অসুস্থতার কারণ খাবারে বিষক্রিয়া বলে চিকিৎসকদের ধারণা। তবে পরিবারের সদস্যরা এই বিষয়ে কোনো ধারণা দিতে পারছেন না।


মৃত দুজন হলেন- মো. স্বপন (১৮) ও মো. রমজান (১২)। তাদের বোন মনিরুন নেসাকে (২৬) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের নামা আক্কাস আলী হাসপাতালে সাংবাদিকেদের বলেন, গত সোমবার স্বপনের বাবা আবুল হোসেন বড় ছেলে আব্বাসের ফতুল্লার জালকুড়ির বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

আবুল হোসেনের বাসা পশ্চিম ধোলাইড়পাড়ে। তবে কুলখানির আয়োজন হয় ফতুল্লায় বড় ছেলের বাড়িতে।

আক্কাস আলী বলেন, শুক্রবার সবাই মিলে ফতুল্লায় যান। কিন্তু সকাল ১১টার দিকে মনিরুন নেসা অচেতন হয়ে পড়েন। এরপর স্বপন ও রমজানও অচেতন হয়ে পড়ে।

তাদের তিন জনকে বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, স্বপন ও রমজান মারা গেছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ফিরোজ আহম্মেদ সাংবাদিকদের বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে দুজনের মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন।

তাদের নানা আক্কাস বলেন, “ওই বাসায় গিয়ে তারা কিছুই খায়নি। শুধু সকালে বাসা (ধোলাইড়পাড়) থেকে যাওয়ার সময় ভাত, আলু ভাজা ও ডাল খেয়েছিল।”

এ বিষয়ে বিস্তারিত জানতে রাতে ফতুল্লা থানার ওসি আবদুল মতিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে বিস্তারিত কিছু এখনি জানাতে পারছেন না।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...