॥ আবদুর রাজ্জাক,মহেশখালী ॥
বাংলাদেশের দূর্যোগ মোকাবেলার বাস্তব অভিজ্ঞতা নিতে চীন সরকারের উচ্চতর প্রতিনিধি দল মহেশখালীতে ৩ দীনের সফর করেছেন এই উপলক্ষে গতকাল ৬ মার্চ উপজেলা সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভা উপজেলা বিবাহী অফিসার এটি এম কাউছার হোসনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিশ্বানাথ মজুমদার এর পরিচালনায় চীন সরকারের ৮ সদস্যর প্রতিনিধি দলকে বাংলাদেশের কোষ্টাল এরিয়া মহেশখালী দ্বীপের দূর্যোগ প্রবন সময়ে কি ভাবে মোকাবেলা করা হয়, তার প্রস্তুুতি ঝুকি হ্লাস ,প্রশমনে, দূর্যোগ কালীন সময়ে সর্তক সংকেত পাওয়ার সাথে সাথে গর্ভবর্তী মা, শিশু, প্রতিবন্ধী , বৃদ্ধ, গবাদি পশু, খাদ্য উপকরণ, নিত্য প্রয়োজনীয় মালামাল ঔষুধ,পানি, শুকনা খাবার সংরক্ষন,প্রচার বার্তা, দূর্যোগ পরবর্তী বিভিন্ন দাতা সংস্থা ,সরকারী বেসরকারী প্রতিষ্টান,দানশীল ও রাজনৈতিক ব্যক্তি,উন্নয়ন প্রতিষ্টান স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা যে প্রকার গুরুতপূর্ন ব্যবস্থা রাখেন সে সর্ম্পকে অভিজ্ঞতা বিনিময় করেন। মহেশখালী উপজেলার দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন সদস্য ,জনপ্রতিনিধি,মিডিয়া কর্মী ও সুশিল সমাজের লোকজন মত বিনিময় সভায় অংশ নেন। চীন সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের সাথে বন্ধু প্রতীম দেশ হিসাবে এদেশের সাধারন মানুষ কিভাবে দূর্যোগ মোকাবেলা করেন সে বিষয়ে সরজমিনে দ্বীপের একাদিক সাইক্লোন সেল্টার ,আশ্রয় কেন্দ্র, মাঠির কেল্লা ও বিভিন্ন উপকরণ সামগ্রীর কার্য বিবরনী দেখেন। ৪ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত অভিজ্ঞতা বিনিময় কর্মসুচির চীন সরকারের ৮ সদস্যসের প্রতিনিধি দলের দিচ্ছেন বাংলাদেশ দূর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো যুগ্ন সচিব দিলদার আহমদ, সিডিএমপি মোহাম্মদ মহি উদ্দিন, ইউসুফ আলী, লিয়াকত আলী। মহেশখালী পরির্দশন উত্তর মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মোস্তাক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান শামিম আরা দুলারী, কুতুবজুম ইউপি চেয়ারম্যান এম শফিউল আলম, ছোট মহেশখালী ইউপি চেয়ারম্যান সিরাজুল মোস্তফা, হোয়ানক ইউপি চেয়ারম্যান এনামুল করিম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম.আজিজুর রহমান, লিডারশীপ ইউনিভাসিটির কো-অডিনেটর ডা: সলিমুল্লাখান, স্থানীয় সাংবাদিক ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী বৃন্দরা অংশগ্রহন করেন।