বুধবার, ৭ মার্চ, ২০১২

অবশেষে সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে ট্যাক্স বিরোধী আন্দোলনের বিজয়

II হাসান তারেক মুকিম II
রামু উপজেলার গর্জনিয়া-কচ্ছপিয়া ও কাউয়ারখোপের মানুষের কাছ থেকে নাই্যংছড়ি ইউনিয়ন পরিষদ ও বান্দরবান জেলা পরিষদের অবৈধ ট্যাক্স আদায়ের নামে চাঁদাবাজি অবশেষে বন্ধ করা হয়েছে। কক্সবাজার-৩ আসনের মহাজোট মনোনীত প্রার্থী ও সোনালী ব্যাংক লিঃ এর পরিচালক সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে ও স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় বান্দরবান জেলা পরিষদে কয়েক দফা বৈঠকের পর গতকাল  ৭ মার্চ সকাল ১১টায় এ ট্যাক্স আদায় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহন করতে বাধ্য হয়েছে বান্দরবান জেলা ও নাই্যংছড়ি ইউনিয়ন পরিষদ। এর ফলে দীর্ঘ ১৮ বছরের  শোষন থেকে পরিত্রান পেল কচ্ছপিয়া-গর্জনিয়া ও কাওয়ারখোপসহ একাদিক ইউনিয়নের জনসাধারন। ৭ মার্চ সকাল ১১টায় বান্দরবান জেলা পরিষদে পরিষদ চেয়াম্যান ক্য শৈ হার নেতৃত্বে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক তারেকুল হাসান খন্দকার,প্রধান নিবার্হী কর্মকর্তা নাছিরুল আলম,নাই্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমদ,বাইশারি ও দোছড়ি ইউপি চেয়ারম্যান অপরদিকে সাইমুম সরওয়ার কমলের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন গর্জনিয়া ইউপি চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী,কচ্ছপিয়া চেয়ারম্যান নুরুল আমিন কোং,ঈদগড় চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো। দু পরে দীর্ঘ বৈটকে আলাপ আলোচনার পর গর্জনিয়া-কচ্ছপিয়ার ইউনিয়নের মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহন করে নাই্যংছড়ি ও বান্দরবান জেলা পরিষদ। উলেখ্য যে গত ২ মার্চ বিকাল ৪টায় কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে রামু উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে আয়োজিত গর্জনিয়া-কচ্ছপিয়া ও কাউয়ারখোপের মানুষের কাছ থেকে নাই্যংছড়ি ইউনিয়ন পরিষদ ও বান্দরবান জেলা পরিষদের অবৈধ ট্যাক্স আদায়ের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে  এক  প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। পরে গত ৪ মার্চ ১১টায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হার সাথে সাাত করা হলে তিনি উক্ত বিষয়ে  সমাধানের জন্য ৭মার্চ ১১টায় জেলা পরিষদে বৈটকের সিদ্ধান্ত গ্রহন করেন। এ ব্যাপারে সাইমুম সরওয়ার কমল জানান, ,গর্জনিয়া,কচ্ছপিয়া  বাজারে বিক্রিত  পন্যের বৈধ ট্যাক্স প্রদানের পর নাই্্যংছড়ি ইউনিয়ন পরিষদ ও বান্দরবান জেলা পরিষদ অবৈধভাবে টোল আদায়ের নামে গর্জনিয়া-কচ্ছপিয়া ও কাউওয়ারখোপবাসীর কাছ থেকে দীর্ঘ ১৮বছর চাঁদাবাজি করে আসছিল। তিনি বলেন,দেশের প্রচলিত আইন অনুযায়ী একবার ট্যাক্স প্রদানে পর  দ্বিতীয় কোন স্থানে ট্যাক্স প্রদানের বিধান নেই,আন্ত জেলা সড়কে এভাবে ট্যাক্স আদায় সম্পূর্ন অবৈধ ও নীতিমালা বিরোধী পাশাপাশি সরকারে ভাবমূর্তি ুন্ন হওয়ারও একটি অন্যতম মাধ্যম। স্ব স্ব ইউনিয়নে ট্যাক্স প্রদানের পর গর্জনিয়া-কচ্ছপিয়া-কাউওয়ারখোপবাসীর কাছ থেকে  একশত গজ দূরত্বে  নাই্্যংছড়ি ইউনিয়ন পরিষদ ও বান্দরবান জেলা পরিষদের এ অবৈধ ট্যাক্স আদায় কখনও কাম্য ছিল না। স্থানীয় জনসাধারণ জানান, সাইমুম সরওয়ার কমলের হস্তেেপ বান্দরবান জেলা পরিষদ ও নাই্যংছড়ি ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায়ের নামে শোষন থেকে রা পেল।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...