বুধবার, ৭ মার্চ, ২০১২

॥বাঁশ শিল্প॥


বাজারে বাঁশের দাম চড়া। ফলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাঁশ শিল্পে জড়িততরা এখন এ পেশা থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। এর পরও  চাহিদা থাকায় বাঁশের তৈরী নিত্য ব্যবহার্য সামগ্রীর বেচাকেনা চোকে পড়ে। ছবিতে এক ব্যিক্তিকে বাঁশের তৈরী লাই বিক্রির জন্য বাজারে নিতে দেখা যাচ্ছে। রামু নিউজ ডটকম এর বার্তা সম্পাদক সোয়েব সাঈদ রামু উপজেলার চৌমুহনী ষ্টেশন থেকে ছবিটি ধারন করেন ।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...