বুধবার, ৭ মার্চ, ২০১২

কবরে গেলেন জীবিত ফিরে এলেন মৃত


রামু নিউজ ডেস্ক॥ 
কবরে থাকার রেকর্ড ভাঙতে গিয়ে মারা গেলেন শ্রীলঙ্কার এক পুলিশ। এর আগে আড়াই ঘণ্টা ছয় ঘণ্টা কবরে থাকার পর জীবিত উঠে এসেছিলেন তিনি; কিন্তু এবার আর তা পারেননি তিনি। ২৪ বছর বয়সী জানাকা বাসনায়েকে তার পরিবারের সদস্য বন্ধুদের সহায়তায় কবরে জীবন্ত থাকার অনানুষ্ঠানিক রেকর্ড ভাঙার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে শ্রীলঙ্কান পুলিশ। এই মর্মান্তিক ঘটনার পর ভবিষ্যতে ধরনেরউচ্চ ঝুঁকিপূর্ণ
কোনো চেষ্টা না করার জন্য অনুরোধ জানিয়েছে দেশটির সরকার। শ্রীলঙ্কার কান্তাল শহরে শনিবার ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। পুলিশ জানায়, শনিবার সকালে বাসনায়েকে একটি গর্তে প্রবেশ করার পর তা কাঠ মাটির দিয়ে আটকে দেয়া হয়। ওইদিন বিকালে তাকে সেখান থেকে মৃত অবস্থায় বের করে আনা হয়। গর্তটির গভীরতা অন্তত ১০ ফুট ছিলো বলে জানিয়েছে স্থানীয় কয়েকটি সংবাদপত্র। তবে ময়নাতদন্তে তার মৃত্যুর প্রকৃত কারণ ধরা পড়েনি বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিশ্চিত হওয়ার জন্য আরো পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন তারা। বাসনায়েকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এর আগেও দুবার জীবন্ত কবরে থাকার কাজটি করেছিলেন তিনি। তবে জীবন্ত কবরস্থ হয়ে সর্বোচ্চ সময় থাকার কোনো আনুষ্ঠানিক রেকর্ড রয়েছে কি-না তা জানা যায়নি।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...