বুধবার, ৭ মার্চ, ২০১২

রামুতে হীরক জয়ন্তী অনুষ্ঠানের সেমিনার ও বর্ণাঢ্য র‌্যালী ৮মার্চ

॥প্রজ্ঞানন্দ শ্রামণ॥ 
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রামুর কীর্তিমান পুরুষ, বহুমূখী প্রতিভাধর, বুদ্ধ শাসনের গৌরব পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র হীরক জয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত দুই দিন ব্যাপী অনুষ্ঠান মালার ৮মার্চ প্রথম দিনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে সেমিনার। সেমিনারের বিষয়বস্তু থাকবে থেরবাদ বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠায় দক্ষিণ চট্টলার ভিক্ষু সংঘের অবদান। সেমিনারের মূল বক্তব্য উপস্থাপন করবেন
চট্টগ্রাম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান গবেষক প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। সভাপতিত্ব করবেন অধ্যক্ষ জিতেন্দ্রলাল বড়ুয়া । দুপুর ২টার সময় মাননীয় পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের মহোদয়ের জীবন ভিত্তিক আলোকচিত্র প্রদশর্নীর শুভোদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শহীদ মোহাম্মদ ছাইদুল হক। দুপুর ২.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালী উদ্বোধন করবেন রামু উপজেলা চেয়ারম্যান জনাব সোহেল সরওয়ার কাজল। আজকের র‌্যালী এবং সেমিনারে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য উদ্যাপন পরিষদ বিশেষ ভাবে অনুরোধ জ্ঞাপন করেছেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...